Coldplay Mumbai Concert: মুম্বইয়ে Coldplay কনসার্টের টিকিট চোখের পলকে ভ্যানিশ, হোটেল ভাড়া বাড়ল ৩০০ গুণ

Coldplay Concert: মুম্বইয়ে কনসার্ট সেরে Coldplay চলে যাবে হংকং। হংকংয়ে ৯, ১১ ও ১২ এপ্রিল ২০২৫ কনসার্ট হবে। হংকংয়ে কোল্ডপ্লে কনসার্টের টিকিটও মিলবে ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। টিকিট বিক্রি শুরু হবে ১০ অক্টোবর, ২০২৪ সালে।

Advertisement
মুম্বইয়ে Coldplay কনসার্টের টিকিট চোখের পলকে ভ্যানিশ, হোটেল ভাড়া বাড়ল ৩০০ গুণকোল্ডপ্লে
হাইলাইটস
  • হোটেলের ভাড়াও ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে
  • শো-এর টিকিট চোখের পলকে ভ্যানিশ
  • Coldplay-এর কোথায় কবে কনসার্ট রয়েছে? 

একেই বলে Coldplay ম্যানিয়া। মুম্বই এখন এই জ্বরে কাবু। গ্র্যামিজয়ী পপ ব্যান্ড Coldplay-এর মুম্বই কনসার্টের টিকিট বিক্রি হতে সময় লাগল জাস্ট কয়েক মিনিট। শুধু কি তাই? হোটেলের ভাড়াও ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে। BookMyShow অ্যাপে Coldplay টিকিট অনলাইনে কিনতে রীতিমতো হুড়োহুড়ি। 

শো-এর টিকিট চোখের পলকে ভ্যানিশ

২০২৫ সালে ১৮ ও ১৯ জানুয়ারি মুম্বইয়ে Coldplay লাইভ কনসার্ট। ওই দুই তারিখে যাঁরা টিকিট পাননি, তাঁদের জন্য মুম্বইয়ে আরেকটি শো হবে ২১ জানুয়ারি। কিন্তু সেই শো-এর টিকিটও চোখের পলকে ভ্যানিশ। ২০২৫ সালে ওয়ার্ল্ড ট্যুরে বেরচ্ছে Coldplay। ভারত সহ বিশ্বের নানা দেশে একের পর কনসার্ট। 

দেখে নেওয়া যাক Coldplay-এর কোথায় কবে কনসার্ট রয়েছে? 

২০২৫ সালে ১১ জানুয়ারি প্রথম কনসার্ট দুবাইয়ে। জায়েদ সিটি স্পোর্টস মিউজিয়ামে লাইভ কনসার্ট। টিকিট বিক্রি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে টিকিট।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Coldplay (@coldplay)

তারপরের কনসার্ট হবে মুম্বইয়ে। মুম্বইয়ে কনসার্ট সেরে Coldplay চলে যাবে হংকং। হংকংয়ে ৯, ১১ ও ১২ এপ্রিল ২০২৫ কনসার্ট হবে। হংকংয়ে কোল্ডপ্লে কনসার্টের টিকিটও মিলবে ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। টিকিট বিক্রি শুরু হবে ১০ অক্টোবর, ২০২৪ সালে।

Coldplay-এর তারপরের কনসার্ট হবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল-এ। সোলে ১৬, ১৮ ও ২২ এপ্রিল লাইভ কনসার্ট হবে।

Coldplay-এর প্রথম পর্যায়ের ওয়ার্ল্ড ট্যুর শেষ হবে লন্ডনে। আগামী বছর ১৮ ও ১৯ অগাস্ট লাইভ কনসার্ট হবে Coldplay-র। ওয়েম্বলি স্টেডিয়ামে চারটি তারিখে ২৩, ২৬, ২৭, ৩০ কনসার্ট হবে। 


POST A COMMENT
Advertisement