scorecardresearch
 

Shilpa Shetty-Raj Kundra : ফের বিপাকে রাজ-শিল্পা, ১.৫১ কোটি প্রতারণার অভিযোগ

বান্দ্রা পুলিশের তরফে জানা গিয়েছে, রাজ ও শিল্পার বিরুদ্ধে নীতিন নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, ১.৫১ কোটি টাকা প্রতারণা করেছেন ওই দম্পতি। একটি ফিটনেশ কোম্পানির মাধ্যমে তাঁরা অত টাকা প্রতারণা করেন।

Advertisement
শিল্পা ও রাজ কুন্দ্রা শিল্পা ও রাজ কুন্দ্রা
হাইলাইটস
  • ফের বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবস্য়ায়ী স্বামী রাজ কুন্দ্রা
  • এবার তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল
  • মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে

ফের বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবস্য়ায়ী স্বামী রাজ কুন্দ্রা। এবার তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল থানায়। মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, পর্নকাণ্ডে কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন রাজ। তার রেশ কাটতে না কাটতেই ফের বিপাকে রাজ ও শিল্পা। 

আরও পড়ুন : ভগবানপুরে BJP কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা

শিল্পা-রাজের বিরুদ্ধে কে অভিযোগ করলেন ? 

বান্দ্রা পুলিশের তরফে জানা গিয়েছে, রাজ ও শিল্পার বিরুদ্ধে নীতিন নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, ১.৫১ কোটি টাকা প্রতারণা করেছেন ওই দম্পতি। একটি ফিটনেশ কোম্পানির মাধ্যমে তাঁরা অত টাকা প্রতারণা করেন। 

কোন কোন ধারায় মামলা ? 

নীতিন নামে ওই ব্যক্তি থানায় যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে IPC-র ৪০৬, ৪০৯, ৪২০, ৩৪ ও ১২০(বি) ধারায় মামলা দায়ের করে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করেছেন। সূত্রের খবর, রাজ ও শিল্পাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। 

আরও পড়ুন : রাজ্যের মুকুটে 'স্কচ' পালক, শিক্ষা ও পর্যটনে মিলল আন্তর্জাতিক পুরস্কার

পুলিশি অভিযোগে নীতিন জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান এবং শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা তাঁকে মোটা লাভের টোপ দিয়ে ১.৫১ কোটি টাকা বিনিয়োগের জন্য রাজি করায়। তবে সেই প্রোজেক্ট এগোয়নি। তিনি টাকা চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 

প্রসঙ্গত, এর আগে পর্নকাণ্ডে নাম জড়ায় গত ২০ সেপ্টেম্বর। তবে জামিনে ছাড়া পান তিনি।

Advertisement