
দেখতে দেখতে ১০ বছর পার। ২০১৩ সালে ৩০ মে ২০১৩ আচমকাই বিদায় নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো দিন হিসাবেই চিহ্নিত এইদিনটি। টলিউড সেদিন হারিয়েছিল এক কালজয়ী পরিচালককে। ঋতুপর্ণকে নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। মৃত্যুর পরও কেউ কেউ সেই বিতর্ক ভুলতে পারেননি। অভিনেতাদের একাংশ যেমন ঋতুাদার প্রশংসায় পঞ্চমুখ, তেমনি কিছু কিছু তারকাও রয়েছেন যাঁরা মৃত্যুর পরও ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কোনও কথাই বলতে চান না। সেরকমই বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত পরিচালকের প্রথম ছবির নায়ক অয়ন বন্দ্যোপাধ্যায়।
১৯৯২ সালে ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমা 'হিরের আংটি' মুক্তি পায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এই সিনেমা তৈরি করেন পরিচালক ঋতুপর্ণ। সেই সিনেমায় গন্ধর্বকুমারের চরিত্রে অভিনয় করেছিলেন দাদার কীর্তি খ্যাত অয়ন বন্দ্যোপাধ্যায়। সেই সিনেমায় তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের। যদিও এরপর তাঁকে পরিচালকের আর কোনও সিনেমায় দেখা যায়নি। ধীরে ধীরে বাংলা সিনেমার জগত থেকেও গায়েব হয়ে যান অভিনেতা। ঋতুপর্ণ ঘোষের মৃত্যবার্ষিকীর দিন অয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে আজতক বাংলা। প্রথমদিকে তিনি পরিচালককে নিয়ে কিছুই বলতে চাননি। তবে তারপর যেটা বললেন সেটা বিস্ফোরক।
তাঁর কাছে ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গে bangla.aajtak.in-কে অয়ন বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমি কিছুই বলতে পারব না। আমি ভুলে যেতে চাই ওই চ্যাপ্টারটা।' এরপর অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় হীরের আংটিতে তো আপনি অভিনয় করেছিলেন? এ বিষয়ে অয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার হাতে পায়ে ধরে ঋতুপর্ণ ঘোষ। আমার বাড়িতে-অফিসে রোজ আসত। তারপরে ওঁর যা পরিবর্তন হয়েছিল, আমি কিছু বলতে চাই না ওঁর ব্যাপারে।' বেশ রাগত কন্ঠেই শ্রীমান পৃথ্বীরাজ খ্যাত অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কিচ্ছু বলতে চান না ঋতুপর্ণ ঘোষের বিষয়ে। অভিনেতা বরং বলেন, 'আমি আর ওঁর বিষয়ে কোনও কথাই বলতে পারব না। ঋতুপর্ণ আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক।'
ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমার নায়ক অয়ন বন্দ্যোপাধ্যায় অথচ এতটা বিতৃষ্ণা, কেন? অভিনেতা বলেন, 'বিতৃষ্ণা বলে নয়, ওহ সকলের সঙ্গেই এরকমটা করেছে। আমার সঙ্গে বলে নয়। সুচিত্রা মিত্রের সঙ্গে করেছে, রীতা কয়রালের সঙ্গে করেছে। সবাইকে দিয়ে জোর করে ডাবিং করিয়ে নিত, কারোর অনুমতি না নিয়ে। সুতরাং ওঁর সম্পর্কে আর কোনও কথাই বলতে চাই না।'
যদিও হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া আর কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি অয়ন বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আচমকা কেন তিনি সিনেমা জগত ছাড়লেন, অভিনেতা বলেন, 'আমি তো পড়াশোনা শিখে চাকরি করেছি। ৩৮ বছর ধরে স্টেট ব্যাঙ্কের অফিসার, কেন দেখা যাবে বলুন তো। আমার তো উপায় ছিল রোজগার করার, সবার তো উপায় ছিল না বলেই তাঁরা অভিনয় করতে বাধ্য হয়েছে। এইসব হাবিজাবি ছবি করে আমার তো এগুলো রুচিরও বাইরে আর আমার এভাবে রোজগার করার ইচ্ছাও কোনওদিন ছিল না। আমি একটা সম্মানীয় জীবন যাপন করেছি, এখনও তাই করি। আর সেই জন্যই আমার সঙ্গে এই লাইনের কারোর কোনও যোগাযোগ নেই। তাই না জেনে কেউ খারাপ কেউ ভালো এ বিষয়ে কিছুই বলতে পারব না।' এখন তিনি পাখি দেখতে পছন্দ করেন। আর চলচ্চিত্র জগতের সঙ্গে কারোর যোগাযোগ নেই। কিন্তু যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, তার পর থেকে সকলের চোখে তিনি 'হিরো'।