scorecardresearch
 

Holi Song : একডজন হোলি স্পেশাল গান, দেখুন তো এগুলো শুনেছেন কি না!

বিভিন্ন জায়গায় চলছে বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানেই গানবাজনা। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে হালফিলের গান বা লোকসঙ্গীত, দোল-হোলি (Holi 2022) তথা বসন্ত উৎসবকে কেন্দ্র করে বাংলা গানের ভাঁড়ারে রয়েছে এমন অনেক সম্পদ, যেগুলিকে ছাড়া রঙের উৎসব কার্যত ফিকে হয়ে যায়। তাই চলুন আরও একবার জেনে নেওয়া যাক সেই সমস্ত গানগুলির (Holi Special Bengali Song List) বিষয়ে যেগুলি বছরের পর বছর ধরে রঙের উৎসবকে করে তুলেছে আরও রঙিন। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বসন্ত উৎসব মানেই গানবাজনা
  • তাতে থাকে রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান সবই
  • গানের সুরেই জমে ওঠে রঙের উৎসব

সামনেই দোল (Dol Yatra 2022), রঙের উৎসব। তারপরে দিনই আবার হোলি (Happy Holi 2022)। নানা রঙের রঙিন হয়ে ওঠার দিন। আর শুধ দোল বা হোলিই নয়, ইতিমধ্যেই বসন্তের বাতাসে গা ভাসিয়েছেন মানুষ। বিভিন্ন জায়গায় চলছে বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানেই গানবাজনা। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে হালফিলের গান বা লোকসঙ্গীত, দোল-হোলি (Holi 2022) তথা বসন্ত উৎসবকে কেন্দ্র করে বাংলা গানের ভাঁড়ারে রয়েছে এমন অনেক সম্পদ, যেগুলিকে ছাড়া রঙের উৎসব কার্যত ফিকে হয়ে যায়। তাই চলুন আরও একবার জেনে নেওয়া যাক সেই সমস্ত গানগুলির (Holi Special Bengali Song List) বিষয়ে যেগুলি বছরের পর বছর ধরে রঙের উৎসবকে করে তুলেছে আরও রঙিন। 

রবীন্দ্রসঙ্গীত
১. ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
২. ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
৩. রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে
৪. ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
৫. একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে
৬. আজি এ বসন্তে এত ফুল ফুটে

আধুনিক গান 
১. খেলবো হোলি রং দেবোনা
২. এমনি করে মন মেলাতে হোলি আসে যায়
৩. বসন্ত এসে গেছে

লোকগান 
১. বসন্ত বাতাসে সইগো
২. বসন্ত আসিল সখি
৩. হোলি খেলে রে হোলি খেলে শ্যাম চিকন কালিয়া

তবে এখানেই শেষ নয়, দোল (Dol Jatra 2022) বা হোলি উপলক্ষে রয়েছে আরও অনেক জনপ্রিয় বাংলা গান, যা বসন্ত উৎসবের সময় মানুষের মুখে মুখে শোনা যায়।

আরও পড়ুনদোলের ছুটিতে কম খরচে বেড়াতে যাওয়ার প্ল্যান? বেছে নিতে পারেন এই জায়গাগুলি

 

Advertisement

Advertisement