'তারকা তকমা বোঝার মতো', খ্যাতির বিড়ম্বনায় হৃতিক?

হৃতিকও  নিজের প্রিয় চরিত্রের কথাও জানিয়েছেন। তিনি বলেন,'আমার মনে হয় আমার সেরা অভিনয় 'কোই মিল গ্যায়া'য়। ওই ছবির চরিত্রের খুব কাছাকাছি ছিলাম। দিন কয়েক আগে গর্ব নিয়ে ছেলেদের ছবিটা দেখালাম। ওদের চোখ দিয়ে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমি কী ভাল করেছি এবং আমি কী করতে পারতাম।'

Advertisement
'তারকা তকমা বোঝার মতো', খ্যাতির বিড়ম্বনায় হৃতিক? হৃতিক রোশন।
হাইলাইটস
  • তারকা তকমা বোঝা মনে হচ্ছে অভিনেতার।
  • অভিনেতা হিসেবে পরিচিতি চান হৃতিক রোশন।

নিজের প্রথম ছবি থেকেই তিনি তারকা। 'কহো না পেয়ার হে' বক্সঅফিসে দারুণ সাড়া ফেলেছিল। সেই ছবির মাধ্যমে রাতারাতি ভক্তদের মন জিতে নিয়েছিলেন হৃতিক রোশন। তাঁর নৃত্যশৈলী ঝড় তুলেছিল আট থেকে আশির হৃদয়ে। সেই খ্যাতিই হয়ে উঠেছে তাঁর বিড়ম্বনার কারণ। 'স্টারডম'কে বোঝা মনে করছেন নায়ক। কেন? নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন হৃতিক।  

Galatta Plus-কে দেওয়া একটি সাক্ষাত্কারে হৃতিক রোশন তারকা-খ্যাতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। হৃতিকের কথায়,'সু-অভিনেতা হিসেবে ভক্তরা প্রশংসা করলে সত্যিই ভাল লাগে। আশ্বস্ত বোধ করি। এটা স্বাচ্ছন্দ্যের। কিন্তু মানুষের প্রত্যাশা বোঝা হয়ে ওঠে।' 

হৃতিক আরও বলেন,'এটা সবার ক্ষেত্রে সত্যি নয়। আমি শান্ত থাকি। আসলে তারকা তকমাও একটা বিরাট দায়িত্ব। এজন্য আমি কৃতজ্ঞ। আমাকে ভুল বুঝবেন না। এটা আমি পছন্দও করি।' 

হৃতিকের কথায়,'আমি জানি এটা আমাকে দেওয়া হয়েছে। স্টারডম উপহার হিসাবে পেয়েছি।এটি একটি বোঝাও যা আমি বয়ে চলি। এটা ধরে রাখতে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। আমি এগিয়ে যেতে চাই এই যাত্রায়। যখন কোনও প্রত্যাশা থাকে না,তখন আমি একজন অভিনেতা হিসেবে খুব স্বস্তি অনুভব করি।'

হৃতিকও  নিজের প্রিয় চরিত্রের কথাও জানিয়েছেন। তিনি বলেন,'আমার মনে হয় আমার সেরা অভিনয় 'কোই মিল গ্যায়া'য়। ওই ছবির চরিত্রের খুব কাছাকাছি ছিলাম। দিন কয়েক আগে গর্ব নিয়ে ছেলেদের ছবিটা দেখালাম। ওদের চোখ দিয়ে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমি কী ভাল করেছি এবং আমি কী করতে পারতাম।'

কহো না পেয়ার হ্যায়-র পর থেকে একের পর এক সুপারহিট হিন্দি ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন। বলিউডের শীর্ষ অভিনেতাদের একজন তিনি। শীঘ্রই ফাইটারে দেখা যাবে হৃতিককে। এই ছবিতে হৃতিকের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন- 'পরীমণির জীবনটা আমার মতো...', নায়িকার পঞ্চম বিবাহবিচ্ছেদের ইঙ্গিতের পর মন্তব্য তসলিমার

Advertisement

POST A COMMENT
Advertisement