scorecardresearch
 

Teen Taal Marks 100 Episodes: দেশের সবচেয়ে জনপ্রিয় পডকাস্টের সেঞ্চুরি, তউ-বাবা-সর্দারের সঙ্গে শুনুন 'তিন তাল'

এই সাপ্তাহিক পডকাস্টটির পরিচালনা করেন ইন্ডিয়া টুডে গ্রুপ ডিজিটালের নিউজ ডিরেক্টর ও বিশিষ্ট সাংবাদিক কমলেশ কিশোর সিং, আজতক ডিজিটালের এগজিকিউটিভ এডিটর পাণিনি আনন্দ ও ইন্ডিয়া টুডে-র অ্যাসোসিয়েট এডিটর কুলদীপ মিশ্র। অর্থাত্‍ 'তাউ', 'বাবা' ও 'সর্দার'-এর শো ইতিমধ্যেই ব্যাপক হিট।

Advertisement
বাবা (পাণিনি আনন্দ), তউ (কমলেশ কিশোর সিং) ও সর্দার (কুলদীপ মিশ্র) বাবা (পাণিনি আনন্দ), তউ (কমলেশ কিশোর সিং) ও সর্দার (কুলদীপ মিশ্র)
হাইলাইটস
  • শো-টি AT রেডিওতে সবচেয়ে সফল - আজ তকের অফিসিয়াল পডকাস্ট প্ল্যাটফর্ম যার অনুগত শ্রোতা রয়েছে
  • কারেন্ট অ্যাফেয়ার্সের মজার অনুষ্ঠানটি সিনিয়র সাংবাদিক কমলেশ সিং, পাণিনি আনন্দ এবং কুলদীপ মিশ্র দ্বারা হোস্ট করা হয়
  • ইন্ডিয়া টুডে সদর দফতরে ১০০-পর্বের ল্যান্ডমার্ক উদযাপন করা হবে

Aaj Tak Radio’s Flagship Hindi Podcast 'Teen Taal' 100 Episodes: দেখতে দেখতে সেঞ্চুরি! শুধু সেঞ্চুরি বললে সরলীকরণ হয়ে যায়। বলা ভাল, সাফল্যের ১০০। ভারতের ১ নম্বর মিডিয়া সংস্থা 'ইন্ডিয়া টুডে' গোষ্ঠীর অফিসিয়াল পডকাস্ট প্ল্যাটফর্ম 'আজ তক রেডিও' (Aaj Tak Radio)-র হিন্দি শো 'তিন তাল' (Teen Taal) ১০ সেপ্টেম্বর ১০০ এপিসোড পূর্ণ করতে চলেছে। 

এই সাপ্তাহিক পডকাস্টটির পরিচালনা করেন ইন্ডিয়া টুডে গ্রুপ ডিজিটালের নিউজ ডিরেক্টর ও বিশিষ্ট সাংবাদিক কমলেশ কিশোর সিং, আজতক ডিজিটালের এগজিকিউটিভ এডিটর পাণিনি আনন্দ ও ইন্ডিয়া টুডে-র অ্যাসোসিয়েট এডিটর কুলদীপ মিশ্র। অর্থাত্‍ 'তাউ', 'বাবা' ও 'সর্দার'-এর শো ইতিমধ্যেই ব্যাপক হিট। এই নামেই ৩ স্বনামধন্য সাংবাদিক শো-টি পরিচালনা করেন। প্রতিটি এপিসোডেই একেবারে নতুন বিষয়ে গভীর আলোচনা। একেবারে সুক্ষ্ম রুচির ওই আলোচনা কিন্তু একেবারে জ্ঞানগর্ভে ভরা একঘেঁয়েমি আলোচনা নয়। ফলে অল্প দিনেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে 'তিন তাল'। 

রাজনীতি, ভারতের সমাজ, সোশ্যাল মিডিয়ার ভাইরাল বিষয়, খাবার, সিনেমা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রতি শনিবার দেড় ঘণ্টার শো  'তিন তাল'।  তিনজনের অপার জ্ঞান ও রসবোধের দৌলতে ফলোয়ারও বাড়ছে লাফিয়ে। চিঠি, ই-মেল পাঠিয়ে শো-এর তারিফের পাশাপাশি নানা পরামর্শও দিচ্ছেন শ্রোতারা। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলেছে 'তিন তাল'। যার নির্যাস, শ্রোতারা প্রচুর মিমও তৈরি করছেন।

'তাউ' -এর বুদ্ধির ঝলক, ভিন্ন স্বাদের মতামত, 'বাবা'-র বিপুল শব্দভাণ্ডার ও উপাখ্যান, সর্দারের চটুল ভাবে পরিচালনা, শায়েরি, জোকস-- সব কিছুর মিশেলে 'তিন তাল', নিঃসন্দেহে 'বেমিসাল'। ইন্ডিয়া টুডে-র অডিটোরিয়ামে ১০০-তম এপিসোড স্পেশাল ইভেন্টের মাধ্যমে উদযাপন করা হবে। যার নাম 'তিন তাল সম্মেলন'। 

Advertisement

শো-টির যাঁরা অনুগত শ্রোতা, তাঁরা তাঁদের প্রিয় হোস্টের সঙ্গে যোগাযোগ, হাসি, মজা, আড্ডা ও খেলার সুযোগ পাবেন একেবারে রেকর্ডিং রুমে।  এই ল্যান্ডমার্ক ইন্ডিয়া টুডে গ্রুপের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি ফ্ল্যাগশিপ পডকাস্ট প্ল্যাটফর্মের সাফল্যের সূচনা এবং নতুন ডিজিটাল মিডিয়ার ভয়েস, আঞ্চলিক ভাষা এবং ভিডিও বিপ্লবে নেতা হিসেবে দৃঢ়ভাবে তার উপস্থিতি প্রতিষ্ঠা করবে।

সূচনা থেকে আজতক রেডিও ২৩টি পডকাস্ট প্রোডিউস করেছে। তার মধ্যে ৬টি প্রতিদিন, ৮টি সাপ্তাহিক ও ৯টি আর্কাইভ শো, যা যে কোনও সময় শোনা যায়। প্রতি সপ্তাহে ৫৮টি এপিসোড প্রোডিউস করে আজতক রেডিও। ১৫ ঘণ্টার বেশি অডিও প্রোগ্রাম।

ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরীর কথায়, 'আজ তক রেডিও শক্তিশালী গল্প বলার প্রতি আমাদের প্রতিশ্রুতির আরেকটি প্রতিফলন, যা ভারতের সব শ্রোতাদের কাছে সুলভ, আকর্ষক এবং খাঁটি। সততা, রসবোধে পরিপূর্ণ এবং সম্পূর্ণ খোলামেলা ভাবে ভারতের জনগণের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমরা 'তিন তাল'-এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না। আমরা যে ভালবাসা পেয়েছি, তাতে আপ্লুত।'

ইন্ডিয়া টুডে গোষ্ঠীর অডিও যাত্রা শুরু হয়েছিল আজতক রেডিও-র সঙ্গে।‘India Today Podcasts’-এর লঞ্চের সঙ্গে এবার সেই যাত্রা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে। শ্রোতাদের সমৃদ্ধি এবং বিনোদন-- উভয়ের ক্রমবর্ধমান প্রয়োজনের দিকে তাকিয়ে  রাজনীতি, বর্তমান বিষয় এবং বিশ্বের অবস্থার উপর দুটি একেবারে নতুন সাপ্তাহিক শো নিয়ে হাজির।

ভারতের পডকাস্ট প্রেমীরা 'তিন তাল' ও আজতক রেডিও-র অন্যান্য সব অনুষ্ঠান পাবেন আজতক-এর অ্যাপে। এছাড়াও যেমন, Apple Podcasts, Spotify, Google Podcasts, JioSaavn ও Wynk-সহ অন্যান্য প্ল্যাটফর্মেও পাবেন।

শুনতে ক্লিক করুন: https://podcasts.aajtak.in/comedy/teen-taal

Advertisement