Pawandeep Rajan: হাসপাতালের বেড থেকে গান ধরলেন পবনদীপ, কবে ছাড়া পাবেন? VIDEO

Pawandeep Rajan: কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। ভয়াবহ পথদুর্ঘটনা, মুহূর্তে ছড়িয়ে পড়েছিল খবর, ভাল নেই পবনদীপ। যদিও বর্তমানে সেই বিপদ অনেকটাই কেটে দিয়েছে।

Advertisement
হাসপাতালের বেড থেকে গান ধরলেন পবনদীপ, কবে ছাড়া পাবেন? VIDEOপবনদীপ রাজন
হাইলাইটস
  • কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন।

কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইন্ডিয়ান আইডল ১২-এর বিজয়ী পবনদীপ রাজন। ভয়াবহ পথদুর্ঘটনা, মুহূর্তে ছড়িয়ে পড়েছিল খবর, ভাল নেই পবনদীপ। যদিও বর্তমানে সেই বিপদ অনেকটাই কেটে দিয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পবনদীপ। তবে এবার যেন স্বস্তি ফিরল অনুরাগীদের মনে, কারণ হাসপাতালের বিছানায় বসেই গলা ছেড়ে গান ধরলেন তিনি। যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া পেজে। 

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সেই ভিডিওতে পবনদীপকে হাসপাতালের পোশাকে দেখা গিয়েছে। তিনি বেডে বসে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন এক নার্স। পবনদীপের হাতে মুভমেন্ট মেশিন লাগানো আর গায়কের গায়ে ছিল চাদর। এই ভিডিওতে পবনদীপ লতা মঙ্গেশকরের গান মেয়া সায়া সাথ হোগা গানটি গেয়ে ওঠেন। গানের মিউজিক চলছিল কারাওকে-তে। হাসপতাল থেকে পবনদীপের দ্বিতীয় গানটিও সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। এই ভিডিও পোস্ট হতেই তাঁর ভক্তেরা গায়কের দ্রুত সুস্থ হওয়ার শুভকামনা করেন। 

প্রসঙ্গত, দুদিন আগেই পবনদীপ হাপাতাল থেকে যো ভেজিথি দুয়া...গানটি গেয়ে সকলের মন জয় করে নেন। হাতে পায়ে স্পষ্ট ক্ষত, সুস্থ হতে যে সময় লাগবে তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে। তবুও তাঁর গলায় গান শুনে মুগ্ধে অনুরাগীরা। প্রাথমিকভাবে খবর মিলেছিল, পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙেছে। ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তাঁর। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর ফের অস্ত্রোপচার হবে তাঁর।

তবে পবনদীপ আইসিইউ থেকে নর্মাল বেডে দিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগে পবনদীপ উঠে দাঁড়াতেও পারছিলেন না তবে চিকিৎসকদের সহায়তায় আস্তে আস্তে নড়াচড়া করছেন। পবনদীপের ফিজিওথেরাপি চলছে। গায়ক আগামী ৬ সপ্তাহ পর্যন্ত হাঁটাচলা করতে পারবেন না। আর মাত্র ৭-৮দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। গত সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু। ইন্ডিয়ান আইডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন।    

Advertisement

POST A COMMENT
Advertisement