Irrfan Khan Death Anniversary: ‘আমি মারা যাচ্ছি’, স্মিত হেসে বলেছিলেন, ইরফান খানকে নিয়ে যে ১০ তথ্য হয়তো আপনি জানেন না

দেখতে দেখতে তিনবছর হলো—ইরফান খান নেই। তাঁর অকাল মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। এক সাক্ষাৎকারে ইরফানপুত্র বাবিল খান বাবাকে ঘিরে তাঁর শেষ স্মৃতি ব্যক্ত করেছেন। বাবার মুখের শেষ কিছু শব্দ আজও তাড়া করে বাবিলকে। 

Advertisement
‘আমি মারা যাচ্ছি’, স্মিত হেসে বলেছিলেন, ইরফান খানকে নিয়ে যে ১০ তথ্য হয়তো আপনি জানেন নাফাইল ছবি।
হাইলাইটস
  • দেখতে দেখতে তিনবছর হলো—ইরফান খান নেই।
  • তাঁর অকাল মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে।

দেখতে দেখতে তিনবছর হলো—ইরফান খান নেই। তাঁর অকাল মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। এক সাক্ষাৎকারে ইরফানপুত্র বাবিল খান বাবাকে ঘিরে তাঁর শেষ স্মৃতি ব্যক্ত করেছেন। বাবার মুখের শেষ কিছু শব্দ আজও তাড়া করে বাবিলকে। 

ইরফানপুত্র এক সাক্ষাৎকারে বলেন, ‘উনি মারা যাওয়ার দুই দিন আগে আমি হাসপাতালে ছিলাম। উনি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিলেন। তখন উনি আমার সঙ্গে শেষ কথা বলেন। আমার দিকে তাকিয়ে এক চিলতে স্মিত হাসি দিয়ে বললেন, “আমি মারা যাচ্ছি”। শুনে আমি ওনাকে বলি, “আপনি মরতে পারেন না। আপনি ঠিক সেরে উঠবেন। এখন আপনার যাওয়ার সময় না।” শুনে উনি আবার হাসেন। আর চোখ বুজে ফেলেন।’ 

৩ বছর আগে ৫৩ বছর বয়সে মৃত্যু না হলে আরও অনেক বৈচিত্র্যময় চরিত্রে দেখা যেত তাঁকে। আজ ২৯ এপ্রিল অভিনেতার মৃত্যুদিন। জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে ১০টি তথ্য, যা হয়তো আপনি জানেন না।

অভিনেতা হওয়ার আগে ইরফান খান ছিলেন এসি মেকানিক। ডাক পরলে মুম্বাইয়ের এবাড়ি-ওবাড়ি ঘুরে এয়ার কন্ডিশন মেরামত করতেন। এমনিভাবে একবার ডাক পড়েছিল বলিউড তারকা রাজেশ খান্নার বাড়িতে।

বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ অভিনয় করেন ইরফান। অনেকে মনে করেন, এটিই অভিনেতার প্রথম বাংলা সিনেমা। আদতে কিন্তু তা নয়, ইরফান প্রথম বাংলা সিনেমা করেন সেই ২০০৪ সালে। ‘শ্যাডোজ অব টাইম’ নামের সিনেমাটির পরিচালক ছিলেন জার্মান নির্মাতা ফ্লোরিয়ান গ্যালেনবার্গার। কলকাতায় শুটিং হওয়া সিনেমাটিতে ইরফান ছাড়াও ছিলেন প্রশান্ত নারায়াণন, তন্নিষ্ঠা চ্যাটার্জি।

মীরা নায়ারের ‘দ্য নেশমেক’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান অভিনেতা। একবার অস্কার অনুষ্ঠানের সময় প্রখ্যাত হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস ইরফানের কাছে গিয়ে ‘দ্য নেমশেক’-এ তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন।

পরে মীরা নায়ারের সঙ্গে আরেকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন ইরফান। যে সিনেমাটির কথা অনেকেরই জানা নেই। ‘কোশার ভেজিটেরিয়ান’ নামের ছবিটি ছিল ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘নিউইয়র্ক, আই লাভ ইউ’-তে। যেটি ছিল ১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার সংকলন। সিনেমাটিতে ইরফানের সঙ্গে অভিনয় করেন অস্কারজয়ী তারকা নাটালি পোর্টম্যান।

Advertisement

ইরফান খানের আরেকটি বহুল প্রশংসিত সিনেমা ‘দ্য লাঞ্চবক্স’। অনেকেরই জানা নেই, সিনেমাটি মর্যাদাপূর্ণ টরন্টো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জেতে। যে রেকর্ড নেই আর কোনও ভারতীয় সিনেমার।

‘দ্য লাঞ্চবক্স’ ও ‘ডি-ডে’ সিনেমায় অভিনয়ের পূর্বনির্ধারিত সূচির কারণে ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ইরফান।

২০০৮ সালে ‘মার্ডার অ্যাট তিসরি মঞ্চিল ৩০২’ নামের একটি সিনেমায় অভিনয় করেন ইরফান। ছবিটির কাজ শেষ হয় পরের বছরই। কিন্তু মুক্তি পেতে পেতে লেগে যায় এক দশকেরও বেশি। শেষ পর্যন্ত ইরফানের মৃত্যুর পর ২০২১ সালের ডিসেম্বরে  সিনেমাটি মুক্তি পায়।

আরও পড়ুন-রবি ঠাকুরের 'স্ত্রীর পত্র' অনুপ্রাণিত ছবি এবার বড় পর্দায়

 

POST A COMMENT
Advertisement