scorecardresearch
 

New Bangla Film: রবি ঠাকুরের 'স্ত্রীর পত্র' অনুপ্রাণিত ছবি এবার বড় পর্দায়

New Bangla Film: সংসারের বাঁধনে থেকে মহিলাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের 'পরাধীন' জীবন নিয়ে ছোট গল্প লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সেই গল্প অবলম্বনে আসছে নতুন ছবি 'মহানগরী থেকে দূরে'।         

Advertisement
'মহানগরী থেকে দূরে' ছবির দৃশ্য 'মহানগরী থেকে দূরে' ছবির দৃশ্য

২০২৩ সাল, তাও আজও পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে অভিযোগ- অভিমান থাকে বহু মহিলার। যেমনটা ছিল রবি ঠাকুরের ছোট গল্প 'স্ত্রীর পত্র'-র বিন্দু বা মৃণালের। সমাজে আজও  প্রাসঙ্গিক তারা। সংসারের বাঁধনে থেকে মহিলাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের 'পরাধীন' জীবন নিয়ে ছোট গল্প লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সেই গল্প অবলম্বনে আসছে নতুন ছবি 'মহানগরী থেকে দূরে'।         

অবশেষে শিমুল তার সংসার  ফেলে বেরিয়ে পড়ে। সে চলল শহর থেকে দূরে। মহানগরীর ব্যস্ততায় মানুষের মানবিক গুণগুলি যখন লুপ্তপ্রায়, তখনও শিমুলকে বিন্দু নাড়া দিয়ে গেল। ঠিক যেমন 'স্ত্রীর পত্রে'-র বিন্দু। আসলে বিন্দুর মতো শিমুলও পারেনি তার মানবিক সত্ত্বাকে বিসর্জন দিতে। সে ডুয়ার্সে যায়, তার মনের মানুষ প্রমিতকে সঙ্গী করে। টানাপোড়েনের পর অভীক অর্থাৎ শিমুলের স্বামী তাকে খুঁজে পেলে, সে কি ফিরবে তার সঙ্গে? নাকি মনের মানুষের সঙ্গে থেকে যাবে জঙ্গলে? এই সব প্রশ্নের উত্তর  নিয়েই আসছে 'মহানগরী থেকে দূরে', এক পারিবারিক ক্লাসিক ড্রামা।

 

New Bangla Film Mahanagari Theke durey

 

আরও পড়ুন: ১০ বছর পর জিয়া খান আত্মহত্যা মামলায় বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি

ছবির পরিচালনা করছেন শ্বেতা বসু ও অয়ন সেন। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তাঁরাই। সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবণী ঘোষ, ভাস্বর চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত, লিলি চক্রবর্তী, সুমিতা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।  

 

New Bangla Film Mahanagari Theke durey

পরিচালকদ্বয় জানালেন, "শর্ট ফিল্ম ও ডকুমেন্টরির হাত ধরে সিনেমার প্রতি চুড়ান্ত ভালোবাসায় একদিন অনেকটা সাহস নিয়েই পূর্ণ দৈর্ঘ্যর সিনেমা মহানগরী থেকে দূরে তৈরী করেই ফেললাম, আমি শ্বেতা বসু ও অয়ন সেন। আগামী ১৯ মে প্রক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'স্ত্রীর পত্র' থেকে আমাদের লেখা গল্প অনুপ্রাণিত। ছবিটি দেখতে দেখতে সকলেই নিজেকে যুক্ত করতে পারলেই সার্থকতা। সকলে দেখুন এবং পরিচিতদের  দেখতে বলে বাংলা সিনেমার সঙ্গে  থাকুন।" 

Advertisement

আরও পড়ুন: খোলাপিঠে সমুদ্র স্নানে 'হট' মনামী, নায়িকার ছবি VIRAL

অভিনেতা জয় সেনগুপ্ত জানালেন, "এটি একটি পারিবারিক ছবি। এক পরিবারের টানাপোড়েন, জীবনের ওঠা-পড়া ছবিতে দেখা যাবে। আমি অভিকের চরিত্রে অভিনয় করেছি। অভিক একটু স্বার্থপর, প্রেম-বন্ধুত্ব কোনও কিছুই জীবনে তার নেই। এর দাম একদিন তাকে দিতে হয়। এই ছবির পরিচালকদ্বয় নতুন। শ্বেতা এবং অয়নের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। ছবি নিয়ে ওঁদের দারুণ প্যাশন আছে। আশা করি ছবিটা আপনাদের ভাল লাগবে।" 
 

Advertisement