ছোটপর্দার জনপ্রিয় মুখ হানি বাফনা। একাধিক সিরিয়ালে তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। এই মুহূর্তে হানি বাফনাকে দেখা যাচ্ছে শুভ বিবাহ-তে। এই সিরিয়ালে সোনামণির বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে। আর এরই মাঝে বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন রীতিমতো ভাইরাল। পাতপেড়ে আইবুড়ো ভাত খাচ্ছেন অভিনেতা। তাহলে কি সত্যিই বিয়ে করছেন হানি বাফনা?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে লাল পাঞ্জাবি পরে রয়েছেন অভিনেতা। সামনে সাজানো খাবারের পদ। পোলাও, বেগুনি, বেগুন ভাজা, মাছের মুড়ো, চিকেন, পাঁপড়, মাছ, রকমারি মিষ্টি। হলুদ ফুল দিয়ে পুরো টেবিলটা সাজানো। পাশে প্রদীপ জ্বলছে। গালে হাত দিয়ে হানি বাফনা পুরো বিষয়টি দেখছেন। আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে যেন অভিনেতাকে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেরই প্রশ্ন কবে বিয়ে অভিনেতার?
না, এখনই বিয়ে করছেন না অভিনেতা। পুরোটাই শুভ বিবাহ সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য। চিত্রনাট্যের খাতিরেই ওই দৃশ্যের শ্যুটিং হয়েছে। বিয়ের গুঞ্জন ছড়াতেই এক সংবাদমাধ্যমকে হানি বাফনা জানিয়েছেন যে এই ছবির পিছনে থাকা প্রকৃত কারণ সবাই জানেন। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী ওই শ্যুটিং হয়েছে। তাঁর বিয়ের গুঞ্জন কীভাবে ছড়ালো তিনি বুঝতে পারছেন না। এর পাশাপাশি হানি এও জানিয়েছেন যে তাঁর এখন প্রেম করারও সময় নেই।
অভিনেতা জানিয়েছেন যে বিয়ে তো দূরের কথা প্রেম করারই সময় পান না তিনি। এত শ্যুটিংয়ের চাপ থাকে তাঁর। তাই আপাতত নিজের পেশার দিকে মনোযোগ দিয়েছেন তিনি। এখন প্রেম বা বিয়ে এইসব নিয়ে ভাবছেন না। হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ় ‘নিখোঁজ’-এ আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে হানিকে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যেও ছিলেন তিনি। তবে এখন অভিনেতা ছোটপর্দা নিয়েই ভাবতে চান। বড়পর্দা বা ওয়েব সিরিজ নিয়ে ভাবার সময় নেই।