scorecardresearch
 

ফ্যানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কপিল শর্মা, কী হয়েছে?

কমেডি কিং ভক্তের টুইটের উত্তর দিয়েছেন এবং তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন। ফ্যানের টুইটের জবাবে কপিল শর্মা লেখেন, 'হাই মনীশ। সুন্দর স্কেচের জন্য ধন্যবাদ এবং অসুবিধার জন্য দুঃখিত। স্টুডিও ভর্তি হয়ে গিয়েছিল, তাই তাঁরা আপনাকে অনুমতি দেননি। আপনার সঙ্গে অন্য কোনও সময় দেখা হবে, অনেক ভালোবাসা।'

কপিল শর্মা কপিল শর্মা
হাইলাইটস
  • স্কেচ নিয়ে গিয়েও দেখা করতে পারলেন না ভক্ত
  • সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই কথা
  • উত্তর দিলেন কপিল শর্মা

কমেডি কিং কপিল শর্মার প্রবল ফ্যান্ডম রয়েছে। একজন কৌতুক অভিনেতার পক্ষে ভক্তদের ইচ্ছা পূরণ করা সবসময় সম্ভব হয় না। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে। কপিলের এক ভক্ত তাঁর স্কেচ তৈরি করে লখনউ থেকে তাঁকে উপহার দেওয়ার জন্য মুম্বইতে যান। কিন্তু তাঁকে তা করতে দেওয়া হয়নি। সেই বিষয়েই ওই ফ্যানের কাছে ক্ষমা চেয়েছেন কপিল। 

কপিলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি ওই ভক্ত
কপিল শর্মার ভক্ত টুইটারে কমেডিয়ানের স্কেচ শেয়ার করেছিলেন। তাতে লেখা ছিল, 'হাই, কপিল শর্মা স্যার, আমার নাম মনীশ গুপ্ত, আমি আপনার, অক্ষয় কুমার এবং মানুশি চিল্লার ম্যাম এবং আপনাদের পুরো দলের জন্য স্কেচ তৈরি করেছিলাম। আজ আমি আপনার শোতে সেটা দিতে এসেছিলাম। কিন্তু তাঁরা আমাকে তা করার অনুমতি দেননি। আমি লখনউ থেকে এসেছিলাম, এতদূর থেকে।'

ট্যুইটে উত্তর দিলেন কপিল
কমেডি কিং ভক্তের টুইটের উত্তর দিয়েছেন এবং তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন। ফ্যানের টুইটের জবাবে কপিল শর্মা লেখেন, 'হাই মনীশ। সুন্দর স্কেচের জন্য ধন্যবাদ এবং অসুবিধার জন্য দুঃখিত। স্টুডিও ভর্তি হয়ে গিয়েছিল, তাই তাঁরা আপনাকে অনুমতি দেননি। আপনার সঙ্গে অন্য কোনও সময় দেখা হবে, অনেক ভালোবাসা।' কপিলের এই টুইটের উত্তরে ফ্যান লেখেন, 'আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ স্যার। আমি আবার কমেডি সেটে আসার অপেক্ষায় আছি। আশা করি পরেরবার আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারব।'

সোশ্যাল মিডিয়ায়, ইউজাররা স্কেচটির প্রশংসা করেছেন এবং সুন্দর বলেছেন। কমেডি কিং ফ্যানের টুইটের জবাব দিয়েছেন দেখেও মুগ্ধ অনেকে। কপিলের ভক্তদের কাছে তাঁর শো দেখা একটা বড় প্রাপ্তি। শুধু কমেডিই নয়, ছবিতেও দেখা গিয়েছে কপিলকে। খুব শীঘ্রই নন্দিতা দাসের একটি ছবিতেও দেখা যাবে কপিলকে। তাতে একজন ফুড ডেলিভারি রাইডারের ভূমিকায় অভিনয় করবেন এই কৌতুক অভিনেতা। 

আরও পড়ুন -স্নান করতে গিয়ে কানে ঢুকে গেল মৌরলা মাছ, হাবরায় হুলস্থুল