ছবি সৌজন্য : টুইটার অনুপম খের এবং মিঠুন চক্রবর্তীর ছবি, 'দ্য কাশ্মীর ফাইলস' প্রথম দিনেই সাফল্যের মুখ দেখল। একাধিক আইনি বাধা কাটিয়ে ১১ মার্চ অর্থাৎ গতকাল ছবিটি মুক্তি পায়। বিবেক অগ্নিহোত্রী দ্বারা পরিচালিত, 'দ্য কাশ্মীর ফাইল' কাশ্মীর বিদ্রোহের সময় ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের জীবনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি। ছবিটি বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর তাতেই কামাল দেখিয়েছে। প্রথম দিনেই এই ছবি প্রায় ৩.৫৫ কোটি টাকা আয় করেছে।
ছবি সমালোচক ও বিশ্লেষক তরণ আদর্শ বক্স অফিস নম্বর শেয়ার করে জানিয়েছেন, সপ্তাহান্তে এই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলবে।
#TheKashmirFiles springs a BIGGG SURPRISE on Day 1… Despite limited showcasing [630+ screens], the film goes from strength to strength during the course of the day… Evening and night shows EXTRAORDINARY… SOLID GROWTH on Day 2 and 3 is a surety… Fri ₹ 3.55 cr. #India biz. pic.twitter.com/mGu4pxK7MW
— taran adarsh (@taran_adarsh) March 12, 2022
আরও পড়ুন : হোলির আগে কি বদলে যাবে আবহাওয়া? রইল পূর্বাভাস
১৯৯০ সালে কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত, ছবিটি প্রযোজনা করেছেন তেজ নারায়ণ আগরওয়াল, অভিষেক আগরওয়াল, পল্লবি জোশী এবং বিবেক অগ্নিহোত্রী। জি স্টুডিও, আইএএম বুদ্ধ এবং অভিষেক আগরওয়াল আর্টস ব্যানারের অধীনে ছবিটি হয়েছে।
ব্রহ্মা দত্তের চরিত্রে মিঠুন চক্রবর্তী, পুষ্করনাথের চরিত্রে অনুপম খের, কৃষ্ণা পণ্ডিতের চরিত্রে দর্শন কুমার, রাধিকা মেননের চরিত্রে পল্লবী জোশি, শ্রদ্ধা পণ্ডিতের চরিত্রে ভাষা সুম্বলি, ফারুক মালিক ওরফে বিট্টা (ফারুক আহমেদ দার দ্বারা অনুপ্রাণিত), পুনেত ইসসার চরিত্রে চিন্ময় মন্ডলেকার অভিনয় করেছেন।