আগামী সপ্তাহেই হোলি। করোনার জেরে গত ২ বছর সেইভাবে হোলি খেলতে পারেনি রাজ্যবাসী। তাই এই বছর হোলি খেলতে উৎসাহী অনেকেই। কিন্তু, সাধারণ মানুষ চিন্তিত আবহাওয়া নিয়েও।
কারণ, এই বছর ভালোরকম বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে আকাশের মুখ ভার হয়েছে। ফলে বৃষ্টি হলে হোলির উৎসাহে ভাঁটা পড়তে পারে। এই পরিস্থিতিতে কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
তবে তাপমাত্রার হেরফের হবে। দিনের তাপমাত্রা বাড়বে। রাতের দিকে তাপমাত্রার ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
অর্থাৎ দিনে গরম ও রাতে হাল্কা ঠান্ডা থাকবে। আবহাওয়া এখনও তেমন শুষ্ক হয়নি। ফলে খুব একটা অস্বস্তি থাকবে না।
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়, উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা বাড়লে এখন কয়েকটা দিন পশ্চিমের ও উপরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কম থাকবে।