ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ, আইনি বিপাকে মিঠুন পুত্র

ধর্ষণ, নির্যাতন ও জোর করে গর্ভপাতের অভিযোগ দায়ের করা হয়েছে মিঠুন পুত্রর বিরুদ্ধে। অভিযোগে নাম রয়েছে যোগিতা বালিরও।

Advertisement
ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ, আইনি জালে মিঠুন পুত্রমহাক্ষয়ই নয় অভিযোগে নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির।
হাইলাইটস
  • আইনি গেরোয় মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী
  • ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ দায়ের নির্যাতিতার
  • মিমো ছাড়াও মামলা দায়ের মিঠুন পত্নী যোগিতা বালির বিরুদ্ধে

মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর (মিমো) বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ। শুধু মহাক্ষয়ই নয় অভিযোগে নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির। ধর্ষণ, নির্যাতন ও জোর করে গর্ভপাতের অভিযোগ দায়ের করা হয়েছে মিঠুন পুত্রর বিরুদ্ধে। শনিবার এক আধিকারিক জানান, এক মহিলা অভিযোগ দায়ের করেছে ওশিওয়ারা থানায়। 

তিনি বলেন, ৩৮ বছরের এক মহিলা বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন। ''অভিযোগে বলা রয়েছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল মহাক্ষয়।''

তিনি আরও বলেন, ''মহিলা জানিয়েছেন সম্পর্কে থাকাকালীন মহাক্ষয়ের সঙ্গে দেখা করতে আন্ধেরি ওয়েস্টের আদর্শ নগরে মিমোর ফ্ল্যাটে যান তিনি। ২০১৫ সালে সেই ফ্ল্যাট কিনেছিলেন মহাক্ষয়। অভিযোগ সেখানেই তাঁকে ড্রিঙ্ক অফার করা হয় এবং জোর করে শারীরিক সম্পর্ক করা হয়। তারপর যখন মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মহাক্ষয় তাকে একটি ওষুধ দেয় এবং গর্ভপাত করতে জোর করে।''

আধিকারিক জানান, ''মহিলা তাদের বিয়ে নিয়ে মিমোকে প্রশ্ন করেন বহুবার। কিন্তু ২০১৮ সালের জানুয়ারী মিমো জানান তিনি বিয়ে করতে পারবেন না। যার কারণে তাদের বিচ্ছেদ হয়। মহাক্ষয়কে ফোন করলে তাঁর মা যোগিতা বালি হুমকিও দিয়েছে মহিলাকে।'' 

পরবর্তীতে অভিযোগকারী দিল্লিতে তাঁর ভাই এবং পরিবারের কাছে চলে যান। সেখানেই মহাক্ষয় এবং তাঁর মা যোগিতা বালির বিরুদ্ধে ২০১৮ সালের জুন মাসে বেগমপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

সেখানে তাদের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩১৩ (জোর করে গর্ভপাত) এবং আরও বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয় এবং মামলাটি ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তরিত হয়। মামলায় মহাক্ষয় ও যোগিতা বালিতে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে দিল্লি আদালত। ২০২০-র মার্চে দিল্লি হাইকোর্ট অভিযোগকারীকে নির্দেশ দেয়, ঘটনা যেখানে ঘটেছে সেখানে গিয়ে অভিযোগ জানাতে। তারপরেই মুম্বইয়ে ওশিওয়ারা পুলিশ স্টেশনে জুলাই নাগাদ অভিযোগ দায়ের করেন তিনি। 

Advertisement

আধিকারিক বলেন, ''এরপরেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৬ (২) (n)(বারবার ধর্ষণ), ৩২৮ (বিষক্রিয়ায় আহত), ৪১৭ (প্রতারণা), ৫০৬ (অপরাধমূলক ভয়) এং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় অভিযোগ দায়ের করা হয়।'' প্রসঙ্গত,  ২০১৮ সালে ৭ জুলাই পরিচালক, প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মাকে বিয়ে করেন মহাক্ষয় চক্রবর্তী। অভিনয় করেছেন 'হন্টেট'-এর মতো বেশকিছু ছবিতে। 

POST A COMMENT
Advertisement