মুম্বই মাদক মামলা থেকে সরানো হল NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। তাঁর জায়গায় আরিয়ান ড্রাগ মামলার দায়িত্ব দেওয়া হল সঞ্জয় সিংকে। সমীর ওয়াংখেড়ের অধীনে আরও ৫টি মামলাও তত্ত্বাবধান করবেন সঞ্জয় সিং। এই মামলায় অন্তর্ভুক্ত রয়েছে মুম্বইয়ের নেতা নবাব মালিকের জামাইয়ের মামলাও। প্রতিটি মামলা হস্তান্তর করা হল সঞ্জয় সিংকে।
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের কারণে মামলাগুলি তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। মুম্বই ক্রুজ ড্রাগ মামলার তদন্তের সময় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আনার পরে তদন্ত শুরু হয়। তবে NCB-তেই থাকছেন তিনি। শুধু তাঁর অধীন ৬টি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়।
সমীর ওয়াংখেড়ের বক্তব্য
তাঁর দাবি, "আমাকে তদন্তের মামলা থেকে সরানো হয়নি। আদালতে রিট পিটিশনের ভিত্তিতে বিষয়টি একটি কেন্দ্রীয় সংস্থার দ্বারা তদন্ত করা হবে। তাই আরিয়ান এবং সমীর খানের মামলা দিল্লির একটি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবে।" তিনি আরও জানান,"আমি মুম্বইয়ের জোনাল ডিরেক্টর ছিলাম এবং আছি। কেন্দ্রীয় সংস্থা SIT- এ বিষয়ে বিশদে তদন্ত করবে। আমি যেভাবে মাদক মামলায় তদন্ত করতাম, তা করব। দিল্লির সঙ্গে এই তদন্তে আমায় সামিল করা হয়নি। এই মামলা থেকে সরে যাওয়ার নির্দেশ আসে।"
নবাব মালিকের বক্তব্য
সমীর ওয়াংখেড়েকে ৬টি মামলা থেকে সরিয়ে দেওয়ার পর ট্যুইটে নিজের প্রতিক্রিয়া জানান মন্ত্রী নবাব মালিক। তিনি লেখেন, "এ তো সবে শুরু। সবকিছু পরিষ্কার করতে অনেক কিছু করতে হবে এবং আমরা তা করব।"
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ
মুম্বই ক্রুজ ড্রাগস মামলার অন্যতম সাক্ষ্য প্রদানকারী প্রভাকর সেল অভিযোগ আনেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য সমীর ওয়াংখেড়ের ২৫ কোটি টাকা দাবি করেছিল।
আরিয়ান এই মামলায় গত ৩ অক্টোবর গ্রেফতার হন এবং ৩০ অক্টোবর জামিনে মুক্তি পান।