Hiya Dey: জটিল অস্ত্রোপচার 'পটল কুমারের', হাসপাতালে ভর্তি হিয়া

Hiya Dey: একটা সময় দারুণ জনপ্রিয় ছিল 'পটল কুমার গানওয়ালা' সিরিয়ালটি। এই সিরিয়াল থেকেই জনপ্রিয়তা পায় ছোট্ট পটল তথা হিয়া দে। নিমিষের মধ্যে ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়ে যায় হিয়া। যদিও এখন বিনোদন জগত থেকে দূরেই আছে সে। পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত।

Advertisement
জটিল অস্ত্রোপচার 'পটল কুমারের', হাসপাতালে ভর্তি হিয়াহাসপাতালে ভর্তি হিয়া দে
হাইলাইটস
  • একটা সময় দারুণ জনপ্রিয় ছিল 'পটল কুমার গানওয়ালা' সিরিয়ালটি।
  • এই সিরিয়াল থেকেই জনপ্রিয়তা পায় ছোট্ট পটল তথা হিয়া দে।

একটা সময় দারুণ জনপ্রিয় ছিল 'পটল কুমার গানওয়ালা' সিরিয়ালটি। এই সিরিয়াল থেকেই জনপ্রিয়তা পায় ছোট্ট পটল তথা হিয়া দে। নিমিষের মধ্যে ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়ে যায় হিয়া। যদিও এখন বিনোদন জগত থেকে দূরেই আছে সে। পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সক্রিয় থাকে হিয়া। তবে সম্প্রতি যে ছবি পোস্ট করেছে হিয়া তা দেখে অনুরাগীদের চিন্তা বেশ বেড়ে গিয়েছে। কী হয়েছে খুদে অভিনেত্রীর?

এক সংবাদমাধ্যমের কাছে হিয়ার মা শ্রাবণী দে জানিয়েছেন যে তাঁর মেয়ের পেটে ১৫ সেন্টিমিটারের একটা টিউার ধরা পড়েছিল, সঙ্গে ছিল সিস্ট। আচমকাই অস্ত্রোপচার করা হয় তার। বেশ জটিল অস্ত্রোপচার হয়েছে হিয়ার। বাইপাসের এক হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে অভিনেত্রী। তবে এখন ভালো আছে বলে জানিয়েছেন হিয়ার মা। 

হিয়ার মা জানিয়েছে যে তাঁর মেয়ের আগে কোনও উপসর্গই দেখা যায়নি। মঙ্গলবারও নাচের ক্লাস যায় সে। আচমকা হিয়ার পেটটা ফোলা ঠেকে তাঁর বাবা-মায়ের। এক মুহূর্তে বিলম্ব না করেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় হিয়াকে। সব রকম পরীক্ষা করে দেখা যায় হিয়ার জরায়ুর পিছনের দিকে একটি টিউমার হয়েছে। শ্রাবণী দে জানান যে চিকিৎসকরা জানিয়েছেন যে এটা বিরল ঘটনা। এমনটা সচরাচর ঘটে না। হিয়ার বয়স অনেকটা কম তাই চিন্তায় ছিলেন মা-বাবা। তবে আপাতত তিন মাস বিছানায় থাকতে হবে হিয়াকে। অষ্টম শ্রেণির ছাত্রী হিয়া।

পটল কুমার-এর পর ফেলনা-তে দেখা গিয়েছিল হিয়াকে। অভিনেত্রীকে প্রায়ই ট্রোলের মুখে পড়তে দেখা যায়। তবে এখন আপাতত সিরিয়ালে ফেরার একদমই ইচ্ছা নেই খুদে অভিনেত্রীর। পুরো মনোযোগ এখন তার পড়াশোনায়। পড়াশোনার পাশপাশি নাচের প্রশিক্ষণ নিচ্ছে হিয়া।

POST A COMMENT
Advertisement