scorecardresearch
 

Rabindra Sangeet: কঠিন সময়ে রবি ঠাকুরের এই গানগুলি শুনলে সাহস পাবেন!

বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। তাই তো ২৫ শে বৈশাখ এতটা কাছের এবং গুরুত্বপূর্ণ দিন। মানব জীবনের সত্যিই এরকম কোনও অনুভূতি বোধ হয় নেই, যা নিয়ে রবি ঠাকুর লেখেননি।

Advertisement
বাঙালির মননে এক বিশেষ স্থান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালির মননে এক বিশেষ স্থান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের
হাইলাইটস
  • রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন।
  • মানব জীবনের সত্যিই এরকম কোনও অনুভূতি বোধ হয় নেই, যা নিয়ে রবি ঠাকুর লেখেননি।
  • আগামী রবিবার অর্থাৎ ৯ মে পড়েছে এই বছরের ২৫ শে বৈশাখ, অর্থাৎ গুরুদেবের জন্মদিন।

বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) থাকেন। বলা যায় গুরুদেব বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। তাই তো ২৫ শে বৈশাখ এতটা কাছের এবং গুরুত্বপূর্ণ দিন। আগামী রবিবার অর্থাৎ ৯ মে পড়েছে এই বছরের ২৫ শে বৈশাখ, অর্থাৎ গুরুদেবের জন্মদিন।

প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti 2021) উদযাপন। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে কোনও অংশে কম না। কিন্তু ২০২০ সাল থেকে করোনা ভাইরাসের চোখ রাঙানিতে ভীত সকলে। চারিদিকে যেন শুধুই শোনা যাচ্ছে দুঃসংবাদ, মৃত্যু খবর। সেই সঙ্গে পশ্চিমবাংলায় নির্বাচন পরবর্তী সময়ে যেন বেড়ে চলেছে হিংসা। এই দমবন্ধ করা পরিবেশে বেশীরভাগ মানুষ ভুগছেন অনিশ্চয়তা ও নেগেটিভিটিতে। কিন্তু এই সময়ে মনে সাহস রাখা খুব জরুরী। 

মানব জীবনের সত্যিই এরকম কোনও অনুভূতি বোধ হয় নেই, যা নিয়ে রবি ঠাকুর লেখেননি। তাই এই কঠিন সময়ে এই রবীন্দ্র সঙ্গীতগুলি (Rabindra Sangeet) শুনলে মনে সাহস পাবেন। 

আরও পড়ুন: Google তোমার ৭ মে থাক! আমাদের পঁচিশে বৈশাখ আছে 

 

* সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ

* যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে

* নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার

* এবার তোর মরা গাঙে বান এসেছে, 'জয় মা' বলে ভাসা তরী

* আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও

* আমি ভয় করব না ভয় করব না

Advertisement

* বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও

* এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন

* উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে

আরও পড়ুন: শিশুতীর্থে বসন্ত উৎসব উদযাপনে ঠাকুর বাড়ির সদস্যরা 

তাহলে আর দেরি কেন? সাবধানতা অবলম্বন করে বাড়িতেই নাচে-গানে- কবিতায় এই বছরের ২৫ শে বৈশাখে স্মরণ করুণ রবীন্দ্রনাথ ঠাকুরকে।  

Advertisement