Dev-Rukmini Maitra: জল্পনার অবসান, দেবের ব্যোমকেশে 'সত্যবতী' রুক্মিণী

Dev-Rukmini Maitra: দেবের প্রযোজনায় ব্যোমকেশ বক্সী আসছে এটা এতদিনে দর্শকদের জানা হয়ে গিয়েছে। দেবকে ব্যোমকেশ হিসাবে দেখার যে কৌতুহল মানুষের মধ্যে ছিল সেটাও কিছুদিন আগে পূরণ করে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এনেছেন অভিনেতা। আর সেখানেই দেখা গিয়েছে দেবকে সত্যান্বেষীর চরিত্রে। ব্যোমকেশ তো হল কিন্তু তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে এ নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা চলছে।

Advertisement
জল্পনার অবসান, দেবের ব্যোমকেশে 'সত্যবতী' রুক্মিণীসত্যবতী হচ্ছেন রৃক্মিণী মৈত্র
হাইলাইটস
  • দেবের প্রযোজনায় ব্যোমকেশ বক্সী আসছে এটা এতদিনে দর্শকদের জানা হয়ে গিয়েছে।
  • সম্প্রতি ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এনেছেন অভিনেতা
  • ব্যোমকেশ তো হল কিন্তু তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে এ নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা চলছে।

দেবের প্রযোজনায় ব্যোমকেশ বক্সী আসছে এটা এতদিনে দর্শকদের জানা হয়ে গিয়েছে। দেবকে ব্যোমকেশ হিসাবে দেখার যে কৌতুহল মানুষের মধ্যে ছিল সেটাও কিছুদিন আগে পূরণ করে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি ব্যোমকেশ ও দুর্গ রহস্য সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এনেছেন অভিনেতা। আর সেখানেই দেখা গিয়েছে দেবকে সত্যান্বেষীর চরিত্রে। ব্যোমকেশ তো হল কিন্তু তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে এ নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা চলছে। শোনা গিয়েছিল দু-একজন অভিনেত্রীদের কথাও। কিন্তু সকলকে টেক্কা দিয়ে শেষমেষ দেবের প্রিয়তমা রূক্মিণী মিত্রকেই দেখা যাবে সত্যবতীর চরিত্রে। 

 

আরও পড়ুন: Dev: ব্যোমকেশ-বিনোদিনী-বাঘাযতীন, দেবের পরপর ৩ ছবি, হিট করবে?

যেদিন থেকে দেব তাঁর ব্যোমকেশ প্রজেক্টের ঘোষণা করেছেন সেদিন থেকেই এই সিনেমা রীতিমতো চর্চার কেন্দ্রে রয়েছে। ব্যোমকেশের চরিত্রে দেবকে দেখা যাবে এই নিয়েও কম সমালোচনা হয়নি। কিন্তু সত্যবতীর চরিত্রে কে অভিনয় করবেন এতদিন তা নিয়েই চর্চা তুঙ্গে ছিল টলিউডে। নাম উঠে এসেছিল মৌনী রায় ও পূজা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এঁদের মধ্যে কেউই সত্যবতীর চরিত্রে ফিট হতে পারেননি। অগত্যা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। দেবের প্রেয়সী তথা অভিনেত্রী রূক্মিণী মৈত্রকেই দেখা যাবে সত্যবতীর চরিত্রে।

আরও পড়ুন: Dev-Byomkesh: ব্যোমকেশ চরিত্রে দেবকে চিনতে পারছেন ? দেখুন তো

শোনা গিয়েছে, লুক টেস্টও হয়ে গিয়েছে অভিনেত্রীর। খুব শীঘ্রই সত্যবতী রূপে সামনে আসবেন রূক্মিণী। এর আগে মৌনী রায়কে সত্যবতী হিসাবে ভাবা হলেও শোনা গিয়েছিল যে অভিনেত্রী এত বেশি পারিশ্রমিক চেয়ে বসেন তাতেই পিছুপা হন নির্মাতা। এরপর এই প্রস্তাব যায় আর এক মুম্বই নিবাসী অভিনেত্রী তথা বাঙালি কন্যা পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু সেটাও কোনও কারণে আর হয়ে ওঠেনি। অতএব ভরসা দেবের নিজের প্রযোজনা সংস্থার অভিনেত্রী রূক্মিণী মৈত্র। 

Advertisement

আরও পড়ুন: Dev-Byomkesh: মৌনী 'বাদ', দেবের ব্যোমকেশে সত্যবতী হয়তো মুম্বইয়ের নায়িকা

অভিনেত্রী কিছুদিন আগেই শেষ করেছেন তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় সিনেমা নটী বিনোদিনী। রামকমল মুখোপাধ্যায়ের পরিচলনায় রূক্মিণীকে দেখা যাবে বিনোদিনী চরিত্রে। সেই ছবির শ্যুটিং শেষ করে দেব-এর সঙ্গেই পাড়ি দিয়েছিলেন মলদ্বীপে। সেখান থেকে ফিরে এসেই সত্যবতীর লুক সেট করেন রূক্মিণী। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে দেব-রূক্মিণী জুটিকে দেখা গিয়েছে। রিয়্যাল লাইফের জুটিকে পর্দায় দেখতে ভালোবাসেন দর্শকেরা। সত্যবতীর লুকসে তাঁকে কেমন মানাবে তা জানতে আগ্রহী দর্শকেরা। যদিও এখনও অজিতের চরিত্রে কে অভিনয় করছেন সেটা জানা যায়নি। তবে নাম উঠে আসছে অম্বরীশ ভট্টাচার্যের।    

POST A COMMENT
Advertisement