scorecardresearch
 

Sahitya Aajtak Kolkata 2023: এবার কি ছবি পরিচালনায় 'একেন বাবু'? অনির্বাণ যা জানালেন

Sahitya Aajtak Kolkata 2023: সাহিত্য ও সঙ্গীতের মহা আসর এবার বাংলায়। 'সাহিত্য আজতক কলকাতা'-র মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। 

Advertisement
অভিনেতা অনির্বাণ চক্রবর্তী অভিনেতা অনির্বাণ চক্রবর্তী

সাহিত্য ও সঙ্গীতের মহা আসর এবার বাংলায়। 'সাহিত্য আজতক কলকাতা'-র (Sahitya Aajtak Kolkata 2023) দুই মঞ্চে বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক সভা চলবে দু'দিন ব্যাপী। ইন্ডিয়া টুডে গ্রুপ (India Today Group) পরিচালিত দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল 'আজতক'-এর দেশের প্রতিটি বড় শহরেই সাহিত্য চর্চার এই মহামিলনের আসরের আয়োজন করে আসছে অনেক বছর ধরেই। এবার তা হচ্ছে কলকাতায়। 'সাহিত্য আজতক কলকাতা'-র মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। 

একেন্দ্র সেন ওরফে একেন বাবুকে (Eken Babu) চেনেন না এরকম বাঙালি বর্তমানে খুব কমই আছে। ওটিটি থেকে শুরু করে বড় পর্দা, একেন রূপে দর্শকদের মন জয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আরও একাধিক সিরিজ, ছবিতে অভিনয় করলেও সুজন দাশগুপ্ত সৃষ্ট এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করে, তিনি জনপ্রিয়তার অন্য মাত্রা ছুঁয়েছেন। সিরিজ হোক কিংবা ছবি, সব ক্ষেত্রেই ছক্কা হাকিয়েছেন অভিনেতা। ধীরে ধীরে তিনি পৌঁছেছেন দর্শকদের একেবারে মনের কাছে।  

আরও পড়ুন: জমজমাট ইমনের বসন্ত উৎসব! নাচ-গান -তারকার সমাবেশে রঙিন আবহ

যুগ যুগ ধরে বহু অভিনেতাদের, পায়ে পরিচালকের জুতো গলাতে দেখা গেছে। এবার কি পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানালেন, "পরিচালক হতে গেলে একটা মাধ্যমের প্রযুক্তিগত দিকের অনেক কিছু জানতে হয়। এখন অভিনয় করছি বলে চারিদিকে চোখ কান খোলা রাখছি, প্রযুক্তির অনেক কিছু দেখছি। তবে পরিচালককে সবটা জানতে হয়। আমি এখনও শিখছি, অনেকটা জানা বাকি আছে। বলা যায় এখনও 'তোপসে' হয়ে আছি।" 

আরও পড়ুন: 'মালা, ৫ টাকার উপহার...', 'হাফ প্যান্টে' গেয়েছিলেন উদিত

প্রসঙ্গত, 'একেন বাবু', 'হোয়ারটা বোতল', 'লালবাজার', 'ফেলুদা ফেরত', 'মারাডোনার জুটো', 'রবীন্দ্রনাথ এখানে  কখনও খেতে আসেননি', 'ব্যাধ', 'ফেলুদার গোয়েন্দগিরি'-র মতো একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও 'মুখোশ', 'এফআইআর', 'কাকাবাবুর প্রত্যাবর্তন', 'দ্য একেন', 'ভটভটি', 'জয় কালী কলকত্তাওয়ালি'-র মতো ছবিগুলিতে অভিনয় করেছেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।       
 

Advertisement

Advertisement