scorecardresearch
 

'করবো লড়বো জিতবো রে' থেকে 'লাফাও'! টানা দু'বছর পর পর্দায় ফিরলেন SRK

প্রায় টানা দু'বছর পর্দায় ফিরলেন শাহরুখের খান। প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্স- র নতুন গান। বাদশাহী স্টাইলেই বিরতির পর এন্ট্রি নিলেন বলিউড বাদশা। 

Advertisement
প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্স- র নতুন গান প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্স- র নতুন গান
হাইলাইটস
  • প্রায় টানা দু'বছর পর্দায় ফিরলেন শাহরুখের খান।
  • প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্স- র নতুন গান।
  • বাদশাহী স্টাইলেই বিরতির পর এন্ট্রি নিলেন বলিউড বাদশা। 

প্রায় টানা দু'বছর পর্দায় ফিরলেন শাহরুখের খান। প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্স- র নতুন গান। বাদশাহী স্টাইলেই বিরতির পর এন্ট্রি নিলেন বলিউড বাদশা। 

২০১৮ তে মুক্তিপ্রাপ্ত ছবি 'জিরো', বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর প্রায় দু'বছর পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। এবার দর্শকদের জন্যে নতুন চমক নিয়ে ফিরলেন তিনি। প্রকাশ্যে এল কেকেআর-র নতুন থিম সং 'লাফাও'। গানটি গেয়েছেন বাদশা। সঙ্গীত পরিচালনা ও গানের কথা লিখেছেন তিনিই। এর আগে ২০১৩ সালে আইপিএল -র আগে মুক্তি পেয়েছিল কেকেআরের থিম সং 'করবো লড়বো জিতবো রে'। অত্যন্ত জনপ্রিয় এই গান সকলের মনের মধ্যে বসে রয়েছে এখনো।

এবার তার প্রায় ৭ বছর পর শাহরুখ নিয়ে এলেন এই জমজমাট নতুন থিম সং। কালো হুডি, বড় চুল, সব মিলিয়ে বলা যায় একদম নতুন লুকে ক্যামেরায় ধরা দিলেন কিং খান। নভেল করোনা ভাইরাস যেমন চলতি বছরে সব কিছুতে ছন্দপতন ঘটাচ্ছে, তেমন এই নতুন থিম সং-র দৃশ্যায়নেও রয়েছে অতীমারী পরিস্থিতির ছোঁয়া। 

 

এই মুহূর্তে শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্স, আইপিএল টেবিলের চার নম্বরে রয়েছে। নয়টি ম্যাচে, ১০ পয়েন্ট পেয়েছে তাঁরা। টিম স্পিরিট আরও বাড়াতে ও সকলকে উৎসাহ দিতেই এই প্রয়াস কেকেআর কর্তার।

 প্রসঙ্গত খুব শীঘ্রই বড় পর্দায় ফিরতে চলেছেন এসআরকে। যশরাজ ফিল্মসের ব্যানারে 'পাঠান' ছবিতে দেখা যাবে তাঁকে। গত ২০ অক্টোবর 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির ২৫ বছর পূর্ণ হয়েছে। আপাতত সেই উদযাপনে ব্যস্ত রয়েছেন শাহরুখ।

Advertisement

Advertisement