কখনও প্রেমিক মন উদ্বেগ হয়ে ওঠে। কখনও হারানোর বেদনার উপশম। জীবনে মিলন-বিরহ না আসলে কি সুরেলা কণ্ঠে মরমে ঝড় তোলা যায়? অরিজিতের জীবনে প্রথম প্রেম কে? প্রেম এসেছিল ছেলেবেলায়। অনেকের মতোই স্কুলের শিক্ষিকাই তাঁর প্রথম ক্রাশ। এ কথা তাঁর কাছে গোপনও করেননি গায়ক।
বলিউডের ছবিতে শিক্ষিকার প্রেমে পড়েন ছাত্ররা। বাস্তব জীবনেও অনেক পুরুষ ছোটবেলায় মন দিয়ে ফেলেন তাঁর স্কুলের শিক্ষিকাকেই। সেই অনুভব হয়েছিল অরিজিতেরও। প্রেমে পড়েছিলেন সেই ১০ বছর বয়সে। বয়সে অনেক বড় শিক্ষিকাই তাঁর প্রথম প্রেম। একটি সংবাদ মাধ্যমের ভিডিও দেখা যাচ্ছে, অরিজিৎকে সঞ্চালিকা জিজ্ঞাসা করছেন,'আপনার প্রথম ক্রাশ কে?'
অরিজিৎ লাজুক হয়ে বলেন,'তখন একটা গান খুব গুনগুন করতাম। পরীক্ষার সময়ও ওই গান গেয়েছিলাম। গিটারে গাইতে শুরু করলেন- 'ভুল ভেঙে যাবে যে দিন, তুমি আমারই হবে, তুমি আমারই হবে সে দিন...'। এটা শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্রের গান। তখন ফাইভে পড়ি।'
গান শুনে শিক্ষিকা কী করেছিলেন সেটা জানা যায়নি। তবে শিক্ষিকার কাছে নিজের আবেগ গোপন করেননি। তাঁর নামও মনে আছে অরিজিতের। তিনি বলেন,'সুনীতা লাহিড়ী নামে ওই শিক্ষিকাকে দেখতাম তখন। বড় হয়ে বলেও দিয়েছিলাম ওঁকে, আপনিই আমার প্রথম ক্রাশ থেকে যাবেন।'
আরও পড়ুন- হাতে কাজ নেই, 'বিদায়' লিখে আত্মহত্যার চেষ্টা টলি অভিনেত্রীর