গতকাল পর্যন্ত হাসতে হাসতে গান গেয়ে, তারপর হঠাৎই সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী কে কে। তাঁর প্রয়াণে মর্মাহত শিল্পীমহল ও ভক্তকূল। হৃদরোগে আক্রান্ত হয়ে কে কে-র এই অকাল প্রয়াণ অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। KK-র লাইফস্টাইল সম্পর্কে নতুন কিছু আপডেট সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক, কেমন ছিল শিল্পীর লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস।
কেমন ছিল লাইফস্টাইল?
কলকাতার নজরুল মঞ্চে দুর্দান্ত লাইভ পারফরম্যান্স চলছিল কে কে-র। তাঁর অনুষ্ঠান উপভোগ করছিলেন দর্শকরা। কিন্তু কেউ কি জানতেন সেটাই হতে চলেছে তাঁর জীবনের শেষ শো। প্রাথমিক তদন্তে কে কে-র মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হয়েছে। কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাকের কারণ কী? শোনা যায় কে কে খুবই স্বাস্থ্যকর জীবনযাপন করতেন।
ফিট থাকার জন্য মশলাদার খাবার থেকে দূরেই থাকতেন কে কে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি, কে কে প্রচণ্ডভাবে যোগব্যায়াম এবং ওয়ার্কআউট করতেন। এ ছাড়া মদ্যপান ও ধূমপানের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক ছিল না। আর সেই কারণেই পঞ্চাশোর্ধ্ব হলেও তাঁর ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো কোনও সমস্যা ছিল না। তাই তাঁর মৃত্যু সবার কাছেই বড় ধাক্কা।
কে কে ছিলেন একজন পারিবারিক মানুষ। গান গাওয়ার পাশাপাশি তাঁর ফিটনেসও মানুষকে অনুপ্রাণিত করেছে। চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি, তিনি টিভি শো ফেম গুরুকুল, ইন্ডিয়ান আইডল জুনিয়র সিজন ২ এবং কোক স্টুডিওতেও অংশ নিয়েছিলেন। জানা যাচ্ছে, আজই মুম্বাইতে শেষকৃত্য সম্পন্ন হবে কে কে-র।
আরও পড়ুন - ৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?