৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?

মহিলার নাম কোরা ডিউক। তাঁর বয়স ৩৮ বছর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা। তিনি ২০০০ সালে প্রথমবার গর্ভবতী হন। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর। ভিডিওতে ৮ শিশুর জীবন দেখিয়েছেন কোরা। তাদের বয়স ৯ থেকে ২০ বছরের মধ্যে। ভিডিওটি দেখে ইউজাররা তাঁকে 'সুপারমম' উপাধি দিয়েছেন।

Advertisement
৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?ছবি সূত্র-ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • ১৬ বছরে প্রথমবার মা
  • বর্তমানে বয়স ৩৮ বছর
  • মহিলার ভিডিও ভাইরাল

একজন মহিলার গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাঁর দাবি তিনি একটানা ১২ বছর ধরে প্রতি বছরেই গর্ভবতী হয়েছেন। তিনি ৯ সন্তানের জন্মও দিয়েছেন। তবে তাদের মধ্যে একটি শিশু মারা গিয়েছে। ওই মহিলা আরও জানাচ্ছেন যে, ১৬ বছর বয়সে তিনি প্রথমবার মা হন। ৮ সন্তানের মা একটি ভিডিওতে তাঁর নিজের কাহিনি শেয়ার করেছেন। সেই ভিডিওটি এখন ভাইরাল। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ms Kora 🇮🇳 (@mzkora)

মহিলার নাম কোরা ডিউক। তাঁর বয়স ৩৮ বছর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা। তিনি ২০০০ সালে প্রথমবার গর্ভবতী হন। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর। ভিডিওতে ৮ শিশুর জীবন দেখিয়েছেন কোরা। তাদের বয়স ৯ থেকে ২০ বছরের মধ্যে। ভিডিওটি দেখে ইউজাররা তাঁকে 'সুপারমম' উপাধি দিয়েছেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ms Kora 🇮🇳 (@mzkora)

কোনও কোনও ইউজার প্রশ্ন করেন যে, তাঁকে এত কম বয়সী দেখাচ্ছে কিভাবে? এক ব্যবহারকারী লিখেছেন- 'আপনার ৮টি সন্তান এটা হতে পারে না। আপনার বড় সন্তানকে আপনার থেকেও বড় দেখাচ্ছে।' বেশিরভাগ ইউজার জানান যে তাঁর আসল বয়স বিশ্বাস করা খুবই কঠিন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ms Kora 🇮🇳 (@mzkora)

৩৮ বছরের কোরা ৪১ বছরের আন্দ্রেকে বিয়ে করেছিলেন। পেশায় তিনি ছিলেন একজন বিজনেস কনসালট্যান্ট। ভিডিওতে কোরার সন্তানদের তাঁর সামনে দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। অন্যদিকে কোরা বলেন যে তিনি ভারোত্তোলনের মাধ্যমে তার ফিগার বজায় রেখেছেন। 

আরও পড়ুনহাসপাতালের ডাক্তার ও ১০ নার্স একসঙ্গে গর্ভবতী, 'জল খেয়েই এই কাণ্ড?'

Advertisement

 

POST A COMMENT
Advertisement