Swara Bhaskar: বিয়ের ৬ মাসের মাথায় মা হলেন স্বরা, সন্তানের নাম কী রাখলেন?

Swara Bhaskar: বলিউড জুড়ে এখন খুশির হাওয়া। রবিবারই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর সোমবার আরও এক খুশির খবর এল বলিউডে। মা হয়েছেন স্বরা ভাস্কর। ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন স্বরা। এদিন স্বরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবরটি শেয়ার করেন। শুধু তাই নয়, স্বরা তাঁর স্বামী ফাহাদ আহমেদকে নিয়ে নবজাতকের ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, একরত্তির নাম কী রেখেছেন অভিনেত্রী তাও প্রকাশ্যে এনেছেন।

Advertisement
বিয়ের ৬ মাসের মাথায় মা হলেন স্বরা, সন্তানের নাম কী রাখলেন?মা হলেন স্বরা ভাস্কর
হাইলাইটস
  • বলিউড জুড়ে এখন খুশির হাওয়া। রবিবারই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর সোমবার আরও এক খুশির খবর এল বলিউডে। মা হয়েছেন স্বরা ভাস্কর। ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন স্বরা।

বলিউড জুড়ে এখন খুশির হাওয়া। রবিবারই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর সোমবার আরও এক খুশির খবর এল বলিউডে। মা হয়েছেন স্বরা ভাস্কর। ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন স্বরা। এদিন স্বরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবরটি শেয়ার করেন। শুধু তাই নয়, স্বরা তাঁর স্বামী ফাহাদ আহমেদকে নিয়ে নবজাতকের ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, একরত্তির নাম কী রেখেছেন অভিনেত্রী তাও প্রকাশ্যে এনেছেন। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেন স্বরা-ফাহাদ। তাঁদের বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। বিয়ের ৬ মাসের মাথায় স্বরা জন্ম দিলেন কন্যা সন্তানের। স্বরা তাঁর ও স্বামী ফাহাদের সঙ্গে মেয়ের ছবি দিয়ে জানিয়েছেন যে তাঁদের মেয়ের নাম রাখা হয়েছে রাবিয়া। এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘প্রার্থনা শুনলেন ঈশ্বর, আর্শীবাদ মিলল, একটা গান গুনগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবিয়ার জন্ম হয়েছে ২৩ সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swara Bhasker (@reallyswara)

সুফি সাধক রাবিয়া বাসরির নামানুসারে মেয়ের নাম রেখেছেন দম্পতি। রাবিয়া মূলত আরবি শব্দ। রাবিয়ার অর্থ হল বসন্ত, রানি বোঝাতেও এই শব্দের ব্যবহার হয়। প্রসঙ্গত, গত ২৩শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী। সোমবার সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন। স্বরা-ফাহাদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যেমন এই বিয়ের অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন অনেকেই, অন্যদিকে অনেকে আবার এর পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ জুড়ে দিয়ে বিষয়টির সমালোচনাও করেন।

জুন মাসেই স্বরা ঘোষণা করেছিলেন যে তিনি মা হতে চলেছেন। কিছুদিন আগেই রাজনীতিবিদ স্বামী ফাহাদ, তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে স্বরার সাধের অনুষ্ঠান হয়। এখানে উল্লেখ্য, ২০২০ সালে সিএএ নিয়ে প্রতিবাদ করার সময়ই স্বরা-ফাহাদ একে অপরের কাছাকাছি আসেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমে আইনি বিয়ে সারেন এবং একমাস পর সামাজিকভাবে বিয়ে করেন। মা হওয়ার খবর শোনানোর পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন স্বরা। নীনা গুপ্তা, মহম্মদ জিশান আয়ুব, টিসকা চোপড়া, গুণিত মঙ্গারা শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-কে।  

Advertisement

POST A COMMENT
Advertisement