Ankush-Om Kiss: অঙ্কুশ-ওম সমকামী? ঠোঁট ঠোঁট রেখে চুমু, Video ফাঁস হতেই তোলপাড়

সহ-অভিনেতাকে কিস করলেন অঙ্কুশ! আর এমন কাণ্ড ঘটিয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলার সামনেই। তাহলে কি তিনি সমকামী হয়ে গেলেন?

Advertisement
অঙ্কুশ-ওম সমকামী? ঠোঁট ঠোঁট রেখে চুমু, Video ফাঁস হতেই তোলপাড়অঙ্কুশ-ওম।
হাইলাইটস
  • সমকামী হয়ে গেলেন অঙ্কুশ হাজরা?
  • লন্ডনের টিউবরেলে ঘুরতে বেরিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং ওম-মিমি।
  • সেখানেই ওমকে চুমু।

লন্ডনে এক মাস কাটিয়ে কি সমকামী হয়ে গেলেন অঙ্কুশ হাজরা? এমন কাণ্ড ঘটিয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলার সামনেই। তা কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন অভিনেতা? তিনি আর কেউ নন, তাঁর সহ-অভিনেতা ওম। আসলে রাজা চন্দের নতুন ছবির শ্যুট উপলক্ষে বিলেত উড়ে গিয়েছেন ওম সাহানি ও তাঁর স্ত্রী মিমি দত্ত।

জানা গিয়েছে, এসকে মুভিজের একাধিক ছবির শ্যুটিং চলছে লন্ডনে। বিলেতে গিয়ে শ্যুট করছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। আর বিলেতে শ্যুটের ফাঁকে শহর ঘুরে দেখছেন তাঁরা। এক মাস ধরেই বিদেশে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। মাঝে মাঝে মজার রিলও ইনস্টাগ্রামে পোস্ট করছেন। তাতে জমিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন ভক্তরা। লন্ডনে উড়ে গিয়েছেন ওম ও মিমি। চারজন মিলিয়ে বেরিয়েছিলেন শহর ঘুরতে। 

লন্ডনের টিউবরেলে ঘুরতে বেরিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং ওম-মিমি। সেখানে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' আশার গাওয়া বিখ্যাত সেই গানের রিল করেন তাঁরা। ছবিতে ঠান্ডা সহ্য না করতে পেরে রাজের দেওয়া ওয়াইন খেয়ে ফেলেছিলেন 'সিমরন' কাজল। তার পর নেশায় বুঁদ নায়িকাকে সামলাতে গলদঘর্ম হতে হয় নায়ককে। সেই 'জরা সা ঝুম লু ম্যায়' রিল করেন বাংলার অভিনেতা-অভিনেত্রীরা। 

রিলে বাজছে 'জরা সা ঝুম লু ম্যায়'। আর সেই সঙ্গে অভিনয় করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং ওম-মিমি। গানের লাইনে 'ম্যায় চলি বনকে হাওয়া' বলে দুই নায়িকাই চলে যাচ্ছেন। পরোয়া না করেই মুখে হাসি দুই নায়কের। তখনই একে অন্যকে জড়িয়ে ধরে চুমু খেলেন তাঁরা। দেখে থ ঐন্দ্রিলা-মিমি। 

নেটমাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিচ্ছেন। মজার কমেন্ট করছেন সকলে। কেউ বলছেন,'তোমরা সত্যি সমকামী!' কারও রসিক মন্তব্য, লন্ডনে এবার তোমাদের নিষিদ্ধ করবে। 

আরও পড়ুন- এবার আত্মহত্যার চেষ্টা টেলি-অভিনেত্রী মৈথিলির, বাঁচাল পুলিশ

Advertisement

 

POST A COMMENT
Advertisement