টলিপাড়ার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে ইশা সাহা অন্যতম। অভিনেত্রী হিসাবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন ইশা। তাঁর অভিনয় সব সময়ই প্রশংসিত। বড়পর্দা থেকে ওয়েব সিরিজ ইশার দাপট সর্বত্র। তারওপর ইশার স্টাইল স্টেটমেন্ট আপনাকে পাগল করে দেবে। অনেক টলিউড অভিনেত্রীর থেকেই ইশার স্টাইল একেবারেই অন্যরকম। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই ইশার স্টাইল নজরকাড়া। সম্প্রতি ইশা কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইশার এই ছবিগুলো নেট দুনিয়ায় পারদ চড়াচ্ছে।
ইশা যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁকে হলুদ রঙের ড্রেস পরে দেখা যাচ্ছে। ডিপ কাট গলার সেই পোশাকে ইশার বক্ষবিভাজিকা একেবারে স্পষ্ট। তবে নজর কেড়েছে ইশার হাতে থাকা পানীয়ের গ্লাস। ওয়াইন গ্লাস হাতে নিয়ে কিলার পোজ দিয়েছেন ইশা। তবে ওয়াইন নিয়ে পোজ দিলেও গ্লাসে ঠোঁট ছোঁয়াতে দেখা যায়নি অভিনেত্রীকে। ইশার এই ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, সেই মুহূর্ত যখন বন্ধুদের কথা শুনে প্রথমবার ওয়াইনের স্বাদ নেওয়া হয়, কিন্তু স্বাদ ভাল না লাগার জন্য শুধু ফটো তুলে কাজ চালাতে হয়। এই কমেন্টে ইশার হাসির ইমোজি দিয়েছেন।
তবে ইশার এটা প্রথমবার ওয়াইন খাওয়া নয়। এর আগেও অভিনেত্রীর হাতে ওয়াইনের গ্লাস দেখা গিয়েছে। এছাড়াও জন্মদিনেও কেক কাটার পাশাপাশি ইশার টেবিলে ওয়াইনের বোতল ও গ্লাসে ওয়াইন ঢালা দেখা গিয়েছে। সেভাবে ইশাকে ইন্ডাস্ট্রির কোনও পার্টিতে দেখা যায় না। নিজের কাজ ছাড়া খুব একটা পার্টি করতে ভালোবাসেন না অভিনেত্রী। ইশার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে যে তাঁর একাধিক ছবি, তাঁর স্টাইল স্টেটমেন্ট আপনাকে মুগ্ধ করবে।
সবার চেয়ে একটু আলাদা ধরনের স্টাইল করতে ভালোবাসেন ইশা। শাড়ি হোক বা ওয়েস্টার্ন কিংবা ফিউশন পোশাক সবেতেই ইশার লুকস অন্যরকম। চাইলেও সেখান থেকে চোখ সরাতে পারবেন না আপনি। ফ্যাশনিস্তা ইশার শাড়ি লুক হোক অথবা ওয়েস্টার্ন পোশাক সবেতেই নজর কাড়েন অভিনেত্রী। তাঁর স্টাইল আপনাকে মুগ্ধ করবেই। খুব একটা মেকআপ করতে পছন্দ করেন না ইশা। মাঝে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছিল খুব। শোনা গিয়েছিল, ইশা নাকি প্রেম করছেন ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে। যদিও এইসব নিয়ে কোনওদিনই মুখ খোলেননি ইশা বা ইন্দ্রনীল কেউই। তবে এখন নাকি আর সেই সম্পর্ক নেই। ইশা নিজেকে সিঙ্গল বলেও দাবি করেন। এখন শুধুই কেরিয়ার গড়ার দিকে মন দিতে চান অভিনেত্রী।