Tathagata Mukherjee: প্রেমিকাকে নিয়ে জঙ্গলে রোম্যান্স তথাগতর, কোথায় গেলেন?

Tathagata Mukherjee: বেশ তরতরিয়েই এগোচ্ছে পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের প্রেম জীবন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি রাস, যার সেটে এই ছবির সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে প্রেম শুরু হয় পরিচালকের। খুব বেশিদিনের সম্পর্ক নয় তাঁদের। কিন্তু আলোকবর্ষাকে নিয়ে নাকি বেশ সিরিয়াস তথাগত।

Advertisement
প্রেমিকাকে নিয়ে জঙ্গলে রোম্যান্স তথাগতর, কোথায় গেলেন?প্রেমিকাকে নিয়ে ভ্যাকেশনে তথাগত
হাইলাইটস
  • বেশ তরতরিয়েই এগোচ্ছে পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের প্রেম জীবন।

বেশ তরতরিয়েই এগোচ্ছে পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের প্রেম জীবন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি রাস, যার সেটে এই ছবির সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে প্রেম শুরু হয় পরিচালকের। খুব বেশিদিনের সম্পর্ক নয় তাঁদের। কিন্তু আলোকবর্ষাকে নিয়ে নাকি বেশ সিরিয়াস তথাগত। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তথাগত জানিয়েছেন তাঁর প্রেমিকার কোন জিনিসটি তাঁর সবচেয়ে বেশি পছন্দের।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাস। যেখানে বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রণজয় বিষ্ণু, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ সরকার, অনুসূয়া সহ সহ একগুচ্ছ মুখকে দেখা যাচ্ছে। দর্শকদের থেকেও ভাল সাড়া পেয়েছেন পরিচালক। রাস ছবি একেবারে অন্যরকম বলেই বলছেন দর্শকেরা। আর এই ছবির সাকসেস পার্টিতে দেখা গেল তথাগত ও আলোকবর্ষাকে। দুজনেই কালো রঙের আউটফিট পরে এসেছিলেন। সেখানেই তথাগত জানান যে আলোকবর্ষার ঠোঁটে চওড়া হাসি তাঁর খুবই পছন্দের। যে কোনও পোশাকই পরুক না কেন, মুখে হাসি থাকলে সব পোশাকেই তাঁকে ভাল লাগে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আলোকবর্ষার হাসি দেখেই প্রেমে পড়েছেন তথাগত। 

আর রাস ছবির সাকসেস পার্টির পরই প্রেমিকা আলোকবর্ষাকে নিয়ে উত্তরবঙ্গে পাড়ি দিলেন তথাগত। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরিচালক। তথাগতর শেয়ার করা ছবির ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে তাঁরা এই বর্ষায় জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করতে কাজিরাঙা গিয়েছেন। সেখান থেকে আলোকবর্ষার সঙ্গে সেলফি তুলেছেন জিপের মধ্যে। প্রেমপর্ব যে ভালই চলছে তা বোঝাই যাচ্ছে। এর আগেও মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন তাঁরা, সেই সময় তাঁদের সঙ্গে ছিল তথাগতর দুই পোষ্য।

তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। এর আগে তথাগতর সঙ্গে বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমের চর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে তাঁদের একাধিক পার্টি, ফিল্ম প্রিমিয়ারে দেখা গেলেও নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার করেননি। যদিও শহরের বাইরে ঘুরতে যাওয়ার এমন অনেক ছবিতেই তথাগতর সঙ্গে বিবৃতির উপস্থিতি টের পাওয়া গিয়েছে। ইন্ডাস্ট্রির সকলেই ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই থিতু হতে চান তথাগত। কিন্তু সেটা হল না। তথাগত নতুন করে প্রেমে পড়লেন তাঁরই সরকারী পরিচালকের সঙ্গে। তবে এখনই তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। এখন শুধুই চুটিয়ে প্রেম করতে চান পরিচালক।      

Advertisement

POST A COMMENT
Advertisement