প্রায় প্রতি সপ্তাহান্তের 'সুপার সিঙ্গার'-র মঞ্চে থাকে নানা চমক। প্রতিযোগীরাও একে অপরকে জোরদার টক্কর দিচ্ছেন। বলাই বাহুল্য এই পর্যায় এসে, যারা দিতে পারবেন সেরার সেরা পারফরম্যান্স, তারাই পৌঁছে যাবেন গ্র্যান্ড ফিনালেতে।
গত সপ্তাহে বড়দিনের বিশেষ পর্বে অতিথি বিচারক হিসাবে হাজির ছিলেন উদিত নারায়ণ। গানের মঞ্চে মিউজিক্যাল সান্তা ক্লজ উদিত নারায়ণ এসে উপহার দিয়েছেন একের পর এক ম্যাজিকাল যুগলবন্দি।
এই সপ্তাহান্তে শুরু হচ্ছে নতুন বছর। আর ২০২১ সালকে দারুণভাবে স্বাগত জানানো হবে 'সুপার সিঙ্গার'-র মঞ্চে। প্রথমবার এই রিয়্যালিটি শো-তে হাজির থাকবেন বলিউড সঙ্গীতশিল্পী অনু মালিক।
অনু, তাঁর জনপ্রিয় গান 'উঁচি হ্যায় বিল্ডিং' দিয়েই শুরু করবেন বিশেষ পর্ব। নাচে-গান আড্ডায় জমে উঠবেন বছরের শুরুর দু'দিন। আগামী ১ ও ২ জানুয়ারি, শনি ও রবিবার, রাত ৯.৩০ মিনিটে স্টার জলাসায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।
পশ্চিমবঙ্গে আসার প্রসঙ্গে অনু মালিক বললেন, "পশ্চিমবঙ্গ খুব সুন্দর একটি রাজ্য। এখানকার মানুষ, খাবার-দাবার, সংস্কৃতি সবই দারুণ। বিশেষত বাঙালিদের সংস্কৃতির প্রেমী আমি। এখানে এসে সত্যিই খুব ভাল লাগছে।"
প্রতি সিজনের ন্যায় এবারও 'সুপার সিঙ্গার'-এ রয়েছেন সঙ্গীত জগতের রথী- মহারথীরা। বিচারক আসনে বসেছেন কুমার সানু, সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী। গত সিজনের ন্যায় এবারও সঞ্চালকের ভূমিকা পালন করছেন যিশু সেনগুপ্ত।
এবারের সিজনে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের কোনও বয়সের ঊর্ধ্বসীমা ছিল না। তবে ন্যূনতম বয়সসীমা ছিল ১৮ বছর। এই সিজনে মেন্টর- গাইড হিসাবে রয়েছেন সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলী। তবে এছাড়াও আরও একটি গুরু দায়িত্ব পালন করছেন শোভন। এই শোয়ের আয়োজক তিনি। এছাড়াও সিনিয়ার মেন্টর হিসাবে রয়েছেন অয়ন বন্দ্যোপাধ্যায় - সুজয় ভৌমিক। রাজীব দাস - দীপান্বিতা চৌধুরীর মতো মেন্টররা 'সুপার সিঙ্গার সিজার ৩'-র সম্পূর্ণ জার্নিতে প্রতিযোগীদের গ্রুম করছেন।