scorecardresearch
 
টেলিভিশন

Anurager Chhoya: রূপ না গুণই আসল! আরও এক কৃষ্ণকলির গল্প নিয়ে ছোট পর্দায় আসছে 'অনুরাগের ছোঁয়া'

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 1/11

২০২১ সালের শেষেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। ২০২২ সালেও আসছে বেশ কয়েকটি সিরিয়াল। সেই তালিকায় যুক্ত হল স্টার জলসার নতুন মেগা 'অনুরাগের ছোঁয়া'-র নাম। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, তবে শেষমেশ সম্প্রতি প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রোমো। 
 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 2/11

এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। এর আগে 'দেশের মাটি' ধারাবাহিকে ডাঃ কিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। নতুন ধারাভাহিকেও তিনি একজন চিকিৎসক। 
 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 3/11

দিব্যজ্যোতির বিপরীতে রয়েছেন টেলিপাড়ার পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। এর আগে 'দত্ত অ্যান্ড বউমা' এবং 'সরস্বতীর প্রেম' ধারাবাহিকে দেখা গেছে স্বস্তিকাকে। 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 4/11

কিছুটা নেতিবাচক কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিলি চক্রবর্তী।

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 5/11

 এছাড়াও রয়েছেন রুপাঞ্জনা মিত্র, দেবদূত ঘোষ, সায়ন্তনী মল্লিক সহ আরও একগুচ্ছ টেলিপাড়ার জনপ্রিয় মুখ। 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 6/11

পহলে দর্শনদারি, ফির গুণ বিচারি'- সমাজের এই প্রচলিত প্রবাদ ভেঙে দেওয়াই 'অনুরাগের ছোঁয়া' মূল উদ্দেশ্য। রূপ না গুণ? কী দিয়ে যায় মনের মানুষ চেনা? -এটাই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 7/11

সদ্য সম্প্রচারিত প্রোমোতে দেখা যাচ্ছে, মন্দিরের বাইরে এক গাছতলায় বসে দুঃস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন ধন্বন্তরি ডাক্তার দিব্যজ্যোতি। হঠাৎ তার সামনে আসে এক সুন্দরী মেয়ে। 
 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 8/11

কিন্তু মুহূর্তেই সে বুঝতে পারে, আসলে মেয়েটির বাহ্যিক দিকই সুন্দর এবং মন অত্যন্ত নিচু। এক দরিদ্র মহিলার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে মেয়েটি। 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 9/11

ইতিমধ্যেই তার সামনে আসে আরও এক মেয়ে। শ্যামবর্ণা এই মেয়েটির গুণে মুগ্ধ হয় ডাক্তারবাবু। দরিদ্র মহিলাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দেয় মেয়েটি।

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 10/11

এদিকে ঘটনাচক্রে পাত্রী দেখতে দিব্যজ্যোতির পরিবার পৌঁছায় সেই বিপরীত মেরুর দুই মেয়ের বাড়িতেই। পরিবারের বাকিরা রূপবতী মেয়েটিকে পাত্রী হিসাবে পছন্দ করলেন, হঠাৎই গুণবতী মেয়েটির ঝলক মেয়ে হঠাৎ সে বলে ওঠে "গুণটাই যে আসল..." 
 

Anurager Chhoya new Bengali serial starring - অনুরাগের ছোঁয়া
  • 11/11

প্রোমো দেখে বোঝা যাচ্ছে এই নতুন ধারাবাহিক মালায়ালাম সিরিয়াল 'করুথামুথু'-র রিমেক। এর আগে পাঁচটি ভাষায় হয়েছে এই মেগার রিমেক। যার মধ্যে হিন্দি ধারাবাহিকটির নাম 'কার্তিক পূর্ণিমা'। তবে কবে থেকে এবং কোন স্লটে সম্প্রচার হবে 'অনুরাগের ছোঁয়া', তা এখনও জানা যায়নি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)