scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Bangla Medium Serial: নতুন ধারাবাহিকে ফের জুটিতে নীল- তিয়াসা, কেমন হবে 'বাংলা মিডিয়াম'-র গল্প?

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 1/9

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল 'বাংলা মিডিয়াম'-র নাম। স্টার জলসায় আসতে চলেছে এই নতুন মেগা।

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 2/9

নতুন এই ধারাবাহিকে ফের জুটিতে দেখা যাবে নীল ভট্টাচার্য ও তিয়াসা লেপচাকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছোট পর্দায় কামব্যাক করছেন সম্পূর্ণা লাহিড়ী। সুশান্ত দাসের প্রযোজনায় আসছে  'বাংলা মিডিয়াম'। এর আগে তাঁর প্রযোজিত স্টার জলসার 'কে আপন কে পর', 'আলতা ফড়িং'-র মতো ধারাবাহিকগুলি যথেষ্ট সফল।

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 3/9

এই ধারাবাহিকে ইন্দিরা চরিত্রে অভিনয় করছেন তিয়াসা, বিক্রমের ভূমিকায় রয়েছেন নীল এবং সুহানা রূপে দেখা যাবে সম্পূর্ণাকে। ধারাবাহিকে অন্যান্য চরিত্রে রয়েছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। 
 

Advertisement
Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 4/9

হাইপার গ্লোবালাইজেশনের যুগে এবং প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের মাঝেও, যে কোনও ভাষাতেই স্বপ্ন পূরণ করা সম্ভব। এই বার্তা নিয়েই আসছে 'বাংলা মিডিয়াম'। 

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 5/9

ইন্দিরার স্বপ্ন ইংরাজি মিডিয়াম স্কুলে শিক্ষকতা করার। তার পড়াশোনা বাংলা মিডিয়ামে। পুরনো সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করে কীভাবে সে এগিয়ে যাবে, সেই গল্পই ফুটে উঠবে ধারাবাহিকে। 

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 6/9

কাটোয়ার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা  ইন্দিরা, বঙ্গ বিনোদিনী বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। বিজ্ঞানের শিক্ষিকা হিসাবে গ্রামে নিজের যোগ্যতা প্রমাণ করেছে সে। ইন্দিরা একেবারে অন্য রকম কায়দায় ছাত্র- ছাত্রীদের পড়ায়। 

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 7/9

শহরের ইংরাজি মিডিয়াম স্কুলে পড়ানোর স্বপ্ন দেখে, কলকাতার প্রথম সারির একটি ইংরাজি মিডিয়াম স্কুল- ফিউচার ড্রিমস থেকে সে চাকরির অফার পায়।
 

Advertisement
Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 8/9

ইন্টারভিউ দিতে গিয়ে ইন্দিরার দেখা হয় বিক্রমের সঙ্গে। বোন সুহানার সহায়তায় স্কুলটি চালান বিক্রম। বাংলা মিডিয়ামের ছাত্রী হওয়ায়, তাদের কাছে অপমানিত হতে হয় ইন্দিরাকে। 

Bangla Medium new bangla Serial neel bhattacharya tiyasha lepcha বাংলা মিডিয়াম
  • 9/9

কীভাবে সে এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে? কীভাবে নিজের যোগ্যতা প্রমাণ করে, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে? তা জানা যাবে খুব শীঘ্রই। আগামী ১২ ডিসেম্বর থেকে সোম-রবিবার রাত ৮ টায় দেখা যাবে 'বাংলা মিডিয়াম'।
 

Advertisement