scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Rohan- Angana: বাস্তবেও প্রেম করছেন ছোটপর্দার দেব- পারো? রোহন- অঙ্গনার ডেটিং জল্পনা তুঙ্গে

 rohan bhattacharya angana roy
  • 1/9

তারকাদের সম্পর্ক ভাঙা- গড়ার খবর প্রায়ই শোনা যায়। এরকমই এক জুটির প্রেমের খবর বিনোদন জগতে  কান পাতলেই শোনা যাচ্ছে। কথা হচ্ছে রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়কে নিয়ে। 

 rohan bhattacharya angana roy
  • 2/9

বর্তমানে স্টার জলসার 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে জুটিতে দেখা যাচ্ছে রোহন- অঙ্গনাকে। স্টুডিওপাড়ার গুঞ্জন, পর্দার প্রেম নাকি এবার বাস্তবেও পাকা হচ্ছে। রিয়েল লাইফেও নাকি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন রোহন-অঙ্গনা। 

 rohan bhattacharya angana roy
  • 3/9

বসন্ত একেবারে দোরগোড়ায়। সেই সঙ্গে চলছে প্রেমের সপ্তাহ। শহরজুড়ে যেন সত্যিই প্রেমের মরসুম। আর এই সময়ই শোনা যাচ্ছে, পর্দার দেব- পারোর জীবনে এসেছে বসন্ত। 
 

Advertisement
 rohan bhattacharya angana roy
  • 4/9

টেলিপাড়ার সূত্র বলছে, শ্যুটিংয়ের বাইরেও দু'জনে অনেকটাই সময় কাটান। এমনকী প্রায়শই তাঁদের একসঙ্গে হ্যাং আউট করতে দেখা যায়। যদিও এখনও পর্যন্ত প্রেমে সিলমোহর দেননি দু'জনের কেউই। 
 

 rohan bhattacharya angana roy
  • 5/9

 তবে সম্প্রতি সাংবাদমাধ্যমকে অঙ্গনা বলেন, "ও আশেপাশে থাকলে আমি খুব সুরক্ষিত থাকি। আমরা খুব কম্ফর্টেবল একে অপরের সঙ্গে। সবচেয়ে জরুরি হল আমরা খুব ভাল বন্ধু।" 
 

 rohan bhattacharya angana roy
  • 6/9

'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে কাজ করার আগে থেকেই পরিচিতি ছিল এই জুটির। ২০২২ সালের দুর্গাপুজোর আগে একটি মিউজিক ভিডিয়োর শ্যুটিংয়ে প্রথম পরিচয় হয় তাঁদের। যদিও বন্ধুত্ব গাঢ় হয় এই মেগাতে একসঙ্গে কাজ করতে করতেই।  

 rohan bhattacharya angana roy
  • 7/9

বাংলা বিনোদন জগতের চেনা মুখ অঙ্গনা। ওটিটি মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়। এছাড়া শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'পারিয়া'। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে বিক্রমের বিপরীতে রয়েছেন অঙ্গনা। 
 

Advertisement
 rohan bhattacharya angana roy
  • 8/9

অন্যদিকে রোহনও খুবই জনপ্রিয় ছোট পর্দায়। 'ভজ গোবিন্দ', 'কলের বউ', 'অপরাজিত অপু'-র মতো একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে বাংলা টেলিভিশনের দর্শকদের একেবারে মনের কাছে রয়েছেন রোহন। এছাড়াও একাধিক ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে।

 rohan bhattacharya angana roy
  • 9/9

এর আগে টেলি অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে সম্পর্কে ছিলেন রোহন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত জুটির নানা আদরমাখা মুহূর্ত। শোনা যায়, 'মন ফাগুন' ধারাবাহিক চলার সময় তাঁদের সম্পর্ক ভেঙে যায়। টেলিপাড়ায় গুঞ্জন, সহ-অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি রোহনের সঙ্গে বিচ্ছেদ হয় সৃজলার। 

Advertisement