Advertisement
মনোরঞ্জন

ফের ছোটপর্দায় 'ভুতু' আর্শিয়া! এবার একেবারে ভিন্ন চরিত্রে

  • 1/9

ভুতুকে মনে আছে? ছোট পর্দার জনপ্রিয় ভূত? এরকম আদুরে, মায়া জড়ানো মিষ্টি ভূত বোধ হয় কেউ সচক্ষে তো দূর,পর্দায়ও দেখেনি। 
 

  • 2/9

২০১৬ সালে সম্প্রচারিত এই সিরিয়াল জনপ্রিয়তার এক অন্য মাইলফলক ছুঁয়েছিল। আর সকলের চোখের মণি হয়ে উঠেছিল ভুতু ওরফে আর্শিয়া মুখোপাধ্যায়। যার জেরে কলকাতা থেকে মুম্বই পাড়ি দিয়েছিল ছোট্ট অভিনেত্রী। 
 

  • 3/9

বাঙালিদের মন জিতে ২০১৭ সালে শুরু হয়েছিল 'ভুতু'-র হিন্দি ধারাবাহিক। অন্যানা অভিনেতারা বদল হলেও, যাকে কেন্দ্র করে মূল গল্প সেই আর্শিয়াই কাজ করেছিল হিন্দি মেগাতেও। 

Advertisement
  • 4/9

'রানু পেল লটারি' ধারাবাহিকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল আর্শিয়াকে। মাঝে খুব একটা দেখা যায়নি তাঁকে। মূলত পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল সে। তবে জানেন এখন আর্শিয়া কিন্তু সেই ছোটটি নেই। চেহারাতেও এসেছে অনেক পরিবর্তন। তবে মুখের মিষ্টি হাসি এখনও অমলিন। 
 

  • 5/9

দর্শকরা শুনলে খুশী হবেন, তাঁদের আদরের আর্শিয়া এবার ছোট পর্দায় ফিরছেন। ফের নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জয় করবে সে। 
 

  • 6/9

তবে এবার একেবারে নতুন চরিত্রে দেখা যাবে আর্শিয়া মুখপাধ্যায়কে। মীরার চরিত্রে অভিনয় করবে সে। খুব শীঘ্রই স্টার জলসায় আসছে 'শ্রীকৃষ্ণ ভক্ত মীরা'। 
 

  • 7/9

সম্প্রতি প্রকাশ্যে আসা চ্যানেলের প্রোমোতে মিলিছে সেই ঝলকও। মীরাবাঈয়ের ছোটবেলা পর্দায় ফুটয়ে তুলবে আর্শিয়া।

Advertisement
  • 8/9

অন্যদিকে মীরাবাঈয়ের বড় হওয়ার পরের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবাদৃতা বসুকে। এছাড়াও শ্রীকৃষ্ণের ভূমিকায় থাকছেন প্রারব্ধি সিংহ।

  • 9/9

শ্রীকৃষ্ণ ভক্ত মীরার জীবন কেটেছে, কৃষ্ণনাম জপ করেই। ২০ বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে সে নিজেকে নিয়জিত করে শ্রীকৃষ্ণের প্রেমে, যা ইতিহাসে রচিত আছে। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম ও ফেসবুক)

Advertisement