scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

'১৫ মিনিটে না ফিরলে পুলিশ ডেকো', কাস্টিং কাউচের ভয়ে বন্ধুকে বলেছিলেন ভারতী

ভারতী
  • 1/10

না ছিল কোনও মেন্টর, না গডফাদার। স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং অভিনেত্রী ভারতী সিং যা করেছেন, সম্পূর্ণ নিজের প্রতিভার জোরে। তবে কেরিয়ারের শুরু দিকে তাঁর পরিস্থিতি এতটা সহজ ছিল না। আজ ৩৭ পূর্ণ করতেন তিনি। জন্মদিনে রইল তাঁর কিছু অজানা কাহিনি।

ভারতী
  • 2/10

সম্প্রতি অভিনেতা মনীষ পল-এর পডকাস্ট শো-তে এ বিষয়ে মন খুলে কথা বলেন ভারতী। জানালেন, বলিউডে স্ট্রাগল করতে আসা নবাগতদের কাস্টিং কাউচের শিকার হতে হয়। সেই ভয় ছিল তাঁরও।

ভারতী
  • 3/10

ভারতীয় জানান, অমৃতসরের একটি পাঁছতারা হোটেলে একবার অডিশন দিতে কয়েক জন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ভারতী। সাধারণ ভাবে ধারণা রয়েছে অডিশনে হয়তো শ্লীলতাহানি করা হয় অভিনেত্রীদের। একই ধারণা ছিল তাঁরও।

Advertisement
ভারতী
  • 4/10

ভারতী তাঁর এক বন্ধুকে বলেছিলেন, 'যদি আমি ১৫ মিনিটে নীচে না আসি তবে তুই পুলিশ নিয়ে উপরে চলে আসবি।'

ভারতী
  • 5/10

অডিশন দিতে গিয়ে তিনি দেখেন পরিচালক বারমুডা আর হাতকাটা গেঞ্জি পরে বসে রয়েছেন। যা দেখে তিনি মনে মনে ভাবেন, সিনেমায় ঠিকই দেখায়। সিনেমার নাম করে ছোট শহরের মেয়েদের এনে যৌন হেনস্থা করা হয়। পরিচালক তো পুরো মুডে রয়েছেন।

ভারতী
  • 6/10

পরে তিনি অডিশন শেষ করেন। পরিচালক তাঁকে মোবাইল নম্বর লিখে যেতে বলেন। কিন্তু তার পর কোনও ফোন আসেনি সেই পরিচালক বা তার ইউনিটের তরফ থেকে।

ভারতী
  • 7/10

প্রায় ২-৩ মাস বাদে এন্ডেমল প্রোডাকশনের তরফ থেকে ভারতীকে যোগাযোগ করে জানানো হয়, গ্রেট ইন্ডিয়ান লাফ্টার চ্যালেঞ্জ শো-এর জন্য তাঁকে মনোনীত করা হয়েছে। এই শো তাঁর কেরিায়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

Advertisement
ভারতী
  • 8/10

ভারতী আরও বলেন, তাঁর কোনও দিন মনে হয়নি কেউ তাঁকে ভালোবাসবে বা কেয়ার করবে। কারণ তিনি মোটা ছিলেন এবং সুন্দরীও ছিলেন না। কিন্তু স্বামী হর্ষ-এর সঙ্গে দেখা হওয়া এবং পরবর্তীকালে প্রেম-বিয়ের পর তিনি বুঝেছেন কেউ তাঁর এতটা কদরও করতে পারেন।

ভারতী
  • 9/10

ভারতী বলেন, 'ছোটবেলায় নুন দিয়ে রুটি খেয়েছি। আজ অন্তত ডাল আৎ সব্জি রয়েছে রুটির সঙ্গে। তার জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কখনও এটা দেখতে চাইব না যে আমার পরিবার সেই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হোক।'

ভারতী
  • 10/10

ছবি সৌজন্য ভারতী সিংয়ের অফিশিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement