
জনপ্রিয় ধারাবাহিক 'সাঁঝবাতি'-র চারুকে চেনেন তো? শান্ত শিষ্ট একেবারে সাধারণ ঘরোয়া সেই মেয়েকে বিকিনি-তে ভাবতে পারছেন?

বিশ্বাস না হলেও সত্যি! চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায় জন্মদিন উদযাপনে গিয়েছেন মালদ্বীপে।

তবে তিনি অবশ্য একা যান নি। সঙ্গে গিয়েছেন তাঁর বয়ফ্রেন্ড- অভিনেতা ও ট্র্যাভেল ব্লগার সায়ন্ত মোদকও।

বার্থ ডে গার্ল বলে কথা, কিছু স্পেশাল তো হতেই হবে! দুজনে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম।

অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁকে কোলে তুলে নিয়েছেন সায়ন্ত। ব্যাকড্রপে মালদ্বীপের মনোরম পরিবেশ।

সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় থাকেন দেবচন্দ্রিমা-সায়ন্ত দুজনেই। প্রায়শই শেয়ার করেন দুজনের বিভিন্ন খুনসুটি।

এমনকি নিজেদের সম্পর্ক নিয়ের কখনও লুকোছাপা করেননি তাঁরা।

'সাঁঝবাতি'-তে অভিনেতা রেজওয়ান রাব্বানি শেখের সঙ্গে জুটি বেঁধেছেন দেবচন্দ্রিমা। শোনা যাচ্ছে শীঘ্রই এই ধারাবাহিকের হিন্দি ও তামিল রিমেকও আসবে।

ভ্রমণপ্রিয় এই জুটি দেবচন্দ্রিমা-সায়ন্ত প্রায়শই ঘুরতে চলে যান। এর আগেও তাঁর বিকিনি পরা একটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল।
(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)