Advertisement
মনোরঞ্জন

হুইলচেয়ারে কেন? প্রশ্ন করতেই ফটোগ্রাফারকে গালাগাল কপিলের!

  • 1/8

মাঝে মাঝেই কোনও কোনও কারণে চর্চায় থাকেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কপিল শর্মা। গত ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বাবা হওয়ার খবর জানিয়েছিলেন ফ্যানদের। সোমবার ২২ ফেব্রুয়ারি মুম্বই এয়ারপোর্ট থেকে হুইলচেয়ারে তাঁকে বেরতে দেখা গেল। কী হয়েছে তাঁর, জিজ্ঞাসা করতেই হঠাৎই মেজাজ হারান কপিল। তাঁখে গালাগাল করতে শোনা যায়।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

  • 2/8

ছবিগুলি দেখে যথেষ্ট সঙ্কিত হয়ে পড়েন কপিলের সকল ফ্যান। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে এই ছবিগুলি। কোনও দুর্ঘটনা বা চোটের খবর না থাকায় ছবিগুলি নিয়ে আরও বেশি প্রশ্ন উঠতে শুরু করে। এর আগেও কপিলের দুর্ব্যবহার করার একাধিক ঘটনার সাক্ষী থেকেছে তাঁর ফ্যানরা।

  • 3/8

ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে কপিল গালাগাল দিয়ে বলেন, উল্লু কা পঠ্ঠা। যা ভিডিওতে রেকর্ড হয়ে যায়। ফটোগ্রাফার তা বলতেই ফের কুকথা শোনা যায় কপিলের মুখে। সরাসরি ফটোগ্রাফারকে বলেন, তোমরা খারাপ ব্যবহার করছ। উত্তরে ফটোগ্রাফার জানান, আপনি অনুরোধ করলে আমরা আগেই সরে যেতাম।

Advertisement
  • 4/8

কয়েক দিন আগে মেয়ে আনাইরার সঙ্গে একটি ছবি শেয়ার করেন কপিল। যাতে ২০ লক্ষের বেশি ভিউজ হয়।

  • 5/8

গত ১ ফেব্রুয়ারি কপিলের স্ত্রী গিনি চাতরাথ তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। সে খবর টুইট করে কপিল লেখেন, নমস্কার, আজ আমাদের ঘরে পুত্রের জন্ম হয়েছে। ঈশ্বরের কৃপায় মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছে। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।

  • 6/8

এরও কিছু দিন আগে সোশাল মিডিয়াতেই দ্বিতীয় সন্তান আগমনের খবর জানান কপিল। তাঁর এক অনুরাগী কপিলকে জিজ্ঞাসা করেন, শো অফ এয়ার কেন হচ্ছে। উত্তরে কপিল লেখেন, দ্বিতীয় সন্তানের আগমনে আগে স্ত্রীয়ের সঙ্গে থাকতে চান তিনি। 

  • 7/8

খুব শীঘ্রই কপিলকে নেটফ্লিক্সে দেখা যাবে। একটি ভিডিওতে তিনি এ কথা জানান। এর সঙ্গে Behind The Jokes With Kapil নিজের ইউটিউব চ্যানেলে একটি শো শুরু করেছেন তিনি।

Advertisement
  • 8/8

এয়ারপোর্টের ছবি তুলেছেন যোগেন শাহ।

Advertisement