Advertisement
মনোরঞ্জন

Koel Mallick as Devi Durga: মহিষাসুর বধ করবেন কোয়েল! দেখুন দেবী দুর্গা রূপে নায়িকার PHOTOS

  • 1/9

পুজোর (Durga Puja) কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। মহালয়ার (Mahalaya) দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) কন্ঠে মহিষাসুরমর্দিনীর (Mahisasurmardini) শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা (Goddess Durga) রূপে, এই নিয়ে থাকে কৌতূহল।

  • 2/9

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে। বহু জল্পনার পর জানা গিয়েছে, এই বছর কালার্স বাংলা চ্যানেলের দুর্গা সাজবেন কোয়েল মল্লিক (Koel Mallick)। 

  • 3/9

কিছুদিন আগেই নায়িকার করা একটি ইন্সটা পোস্ট থেকেই এই খবর চাউর হয়। কাজ সংক্রান্ত আড্ডার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "মহালয়া শ্যুটের প্রস্তুতি"। সেই সঙ্গে হ্যাশট্যাগে লিখেছিলেন,'কালার্স বাংলা'। 

Advertisement
  • 4/9

এই বছর মহালয়াতে এই চ্যানেলে আসছে 'নবরূপে মহাদুর্গা' (Nabarupe Mahadurga)। যেখানে থাকবে আরও বিশেষ চমক। দেখা যাবে আরও পরিচিত অভিনেতাদের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি চ্যানেলের তরফে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

  • 5/9

এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মন জয় করেছিলেন কোয়েল মল্লিক। ২০১৫ সালে জি বাংলার 'মহিষাসুরমর্দিনী' -তে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। 

 

  • 6/9

এর দু'বছর পর ২০১৭ সালে স্টার জলসার 'দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন নায়িকা। পরের দু'বছর, অর্থাৎ ২০১৮ এবং ২০১৯ সালেও দেবী দুর্গা রূপে আবির্ভাব হন তিনি। 
 

  • 7/9

 'মহিষাসুরমর্দিনী' -তে দুর্গা রূপে সামনে আসা এতটাই কঠিন কাজ যে, একটু এদিক -ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে। কিন্তু দুর্গা রূপে কোয়েল যথেষ্ট সাবলীল। এই রূপে দর্শকরাও তাঁকে খুবই পছন্দ করেন। 

Advertisement
  • 8/9

মল্লিক বাড়ির দুর্গাপুজোর দিকে তাকিয়ে বসে থাকেন সকলেই। আর শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে থাকেন কোয়েল মল্লিক। নিজের হাতে আরতি থেকে মাকে বরণ সবটাই তিনি করেন। 
 

  • 9/9

গত বছর কোয়েল অভিনীত ছবি 'রক্ত রহস্য' মুক্তি পেয়েছে বড় পর্দায়। এরপর ২ এপ্রিল মুক্তি পায় 'ফ্লাইওভার'। হাতে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি 'বনি'। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত, কোয়েল ও অঞ্জন দত্তকে। 

  

Advertisement