Advertisement
মনোরঞ্জন

Oindrila Saha: পা ভেঙেছে আদরের নীপার! ঐন্দ্রিলার বাড়িতে দেখা করতে গেল 'মিঠাই'-র 'হল্লা পার্টি'

  • 1/9

এই মুহূর্তে বাংলার সেরার সেরা ধারাবাহিক মনে করা হয় 'মিঠাই'-কে। আর সেখানেই নীপা চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা সাহা। তবে গত কয়েকদিন তাঁকে দেখা যাচ্ছে না বলে, চিন্তিত ফ্যানেরা। 

  • 2/9

অনেকেই জানেন, কিছুদিন আগে পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। ঐন্দ্রিলার পা ভেঙে যাওয়ার ফলে প্লাস্টার করতে হয়েছে। সে কারণেই এই মুহূর্তে বাড়িতে রয়েছেন অভিনেত্রী। 
 

  • 3/9

শ্যুটিং ফ্লোরে যেতে পারছেন না, তাই মন খারাপ ঐন্দ্রিলার। তাই তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে হাজির হল 'হল্লা পার্টি'র রাতুল, শ্রী ও সিদ্ধার্থ, অর্থাৎ উদয় প্রতাপ সিং, দিয়া মুখোপাধ্যায় এবং আদৃত রায়। অভিনেত্রীর গোলাপি প্লাস্টারে শুভেচ্ছাবার্তাও লিখে এসেছেন তারা। 
 

 

Advertisement
  • 4/9

'মিঠাই' -এর টিমের মধ্যে সবচেয়ে ছোট ঐন্দ্রিলা। তাই সকলের খুব আদরের সে। এমনকী অনস্ক্রিন দাদা সিদ্ধার্থকে রিয়েল লাইফেও 'দাদাভাই' বলেই ডাকে সে। ঐন্দ্রিলার বাড়িতে তোলা ছবি শেয়ার করে আদৃত লিখেছেন, "পুচকির পা ভেঙেছে তাই আমরা হাজির"। 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Adrit Roy (@roy_adrit_)

  • 5/9

ধারাবাহিকে 'নীপা' চরিত্রটি দর্শকেরাও খুব পছন্দ করেন। 'মনোহরা'তেও সে সকলের খুব আদরের। বেশ কিছুদিন তাঁকে দেখতে না পাওয়ায় মন খারাপ অনুরাগীদের।

  • 6/9

মোদক পরিবারে নীপার সারল্য, রুদ্রর প্রতি তার একতরফা প্রেম, বসুন্ধরার উপর রেগে যাওয়া, ভাই বোনেদের তাঁর প্রতি স্নেহ সবটাই তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা। 

  • 7/9

ঐন্দ্রিলা সাহা নিজের কেরিয়ার শুরু করেছিলেন নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স জুনিয়র'-এ সঞ্চালনার মাধ্যমে। এরপর 'রাইকিশোরী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। 

Advertisement
  • 8/9

'খনার বচন', 'করুণাময়ী রাণী রাসমণি', 'চুনী পান্না' -র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করার পর 'মিঠাই'-তেও সকলের মন জয় করছেন ঐন্দ্রিলা।

  • 9/9

ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম ও ফেসবুক 

Advertisement