Advertisement
মনোরঞ্জন

Mithai: প্রেমের গানে ফের ভিডিয়ো সোম -মিঠাইয়ের! 'উচ্ছেবাবু' কই? উঠল প্রশ্ন...

  • 1/8

ভাসুরের সঙ্গে জমিয়ে নাচ করছেন মিঠাই (Mithai)! একের পর এক রিল ভিডিয়োতে নজর কাড়ছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha kundoo) ও সোম অর্থাৎ ধ্রুব সরকার (Dhrubo Sarkar)।  

  • 2/8

'মাঝে মাঝে তব দেখা পাই' (Majhe Majhe Tobo) - জনপ্রিয় এই গানটিই বেছে নিলেন 'মিঠাই' ধারাবাহিকের একেবারে বিপরীতধর্মী দুই চরিত্র। সেই ভিডিয়োতে হ্যাশট্যাগ হিসাবে দিয়েছেন 'সোমমিঠাই'।  

 

  • 3/8

কিছুদিন আগে সোমের বাহুডোরে দেখা গিয়েছিল মিঠাইকে। 'শেরশাহ' ছবির 'রাতাঁ  লম্বিয়া' গানটি বাজছিল নেপথ্যে। যা দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া দর্শকদের। দু'জনে ভিডিয়োটি শেয়ার করার পর মুহূর্তে তা ভাইরাল হয়।  


 

Advertisement
  • 4/8

এরপর 'বাদশাহো' সিনেমার 'মেরে রাশকে কমর' গানেও রিল ভিডিয়োতে মজেছিলেন তাঁরা। দেখে বোঝাই যাচ্ছে দু'জনেই উপভোগ করছেন দর্শকের এই 'অ্যাটেনশন'।

 

 

  • 5/8

দর্শকরা একদিকে যেমন ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়, সেরকম অনেকেই আবদার করেছেন উচ্ছেবাবু ও তুফানমেইলের এরকম পারফরম্যান্স দেখার। কেউ দাবী জানিয়েছেন "মিঠাই -র জন্য নায়ক প্রয়োজন, খলনায়ক ঠিক মানানসই না।"
 

  • 6/8

মেগা সিরিয়ালগুলি দেখতে দেখতে অনেক সময়ই দর্শকেরা তারকাদের কাজ ও ব্যক্তিগত জীবন মিলিয়ে ফেলেন।  মিঠাই -সিড জুটিকে যেন তাঁরা রিয়েল লাইফেও একসঙ্গেই দেখতে চান। 

  • 7/8

পরপর প্রেমের গানে ভিডিয়ো দেখে অনেক নেটিজেন প্রশ তুলেছেন, "তাহলে কি সম্পর্কে রয়েছেন সৌমিতৃষা- ধ্রুব? 

Advertisement
  • 8/8

'মিঠাই' -তে সম্প্রতি দেখানো হচ্ছে, মিঠাইয়েই মা তাঁকে জনাইতে নিয়ে চলে গেছে। এদিকে সোম অত্যন্ত খুশি হলেও, শোকের ছায়া নেমে এসেছে মোদক পরিবারে। সিদ্ধার্থ নিজেও মিঠাইকে মিস করেও, মুখে প্রকাশ করছেন না।  এদিকে দেখা যাবে 'দাদু' অর্থাৎ সিদ্ধেশ্বর মোদক বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তিনি কোথায় গেলেন, তাঁর খোঁজ কীভাবে পাওয়া যাবে? এবার কি মিঠাই ফিরবে 'মনোহরা' তে? তা জানা যাবে আগামী পর্বে? 
 

Advertisement