scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

এ ভাবেও বিয়ে করা যায়! আংটির বদলে রবার ব্যান্ড, খরচ মাত্র ১৫০ টাকা, দেখুন ছবি

বিয়ে
  • 1/7

সিরিয়াল নামকরণের অভিনেতা বিরাফ প্যাটেল এবং অভিনেত্রী সালোনি খান্না এখন বিয়ে করেছেন। বিয়ে হয়েছিল গত ৬ মে মাসে মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে। তাদের বিয়েতে কোনও বড় সেলিব্রেশনের পরিবর্তে দুজনেই একেবারে সাধারণ অনুষ্ঠান বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, এই সরল আদালত বিবাহের জন্য বিরাফ ও সালোনি-র ব্যয় হয়েছে মাত্র ১৫০ টাকা।

বিয়ে
  • 2/7

জানা গেছে যে বিরাফ বিলাসবহুল বিবাহের জন্য জমানো অর্থ কোভিড রোগীদের জন্য দান করেছেন। করোনা পরিস্থিতিতে তিনি বিয়ের পরিকল্পনায় পরিবর্তন আনেন। বিরাফ এ সম্পর্কে বলেন, 'আমি বিয়ে করেছি মাত্র দেড়শ টাকায়। আমরা রেজিস্ট্রারকে ১০০ টাকা এবং ফটোকপি করার জন্য ৫০ টাকা দিয়েছি। সালোনি আর আমি কোনও আড়ম্বরপূর্ণ বিয়ে চাইনি।'

বিয়ে
  • 3/7

তিনি আরও বলেন, 'আমরা বিয়ের জন্য যা কিছু সঞ্চয় করেছিলাম, করোনার সঙ্গে লড়াইয়ে ব্যবহার করব। আমরা আশা করি যে আমাদের বিয়ে এবং এখ সঙ্গে থাকা আরও অর্থপূর্ণ হয়ে উঠবে।' বিরাফ জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে পরিবারে কিছুটা বিরক্তি ছিল।

Advertisement
বিয়ে
  • 4/7

বিরাফ জানান বিয়ের সঙ্গে জাকজমকের কোনও সম্পর্ক নেই, একে অপরের সঙ্গে ভালোবাসা এবং বন্ধনে জড়িয়ে থাকা জরুরি। বিরাফ আরও জানান, তিনি সালোনিকে বিয়ের আংটি দেননি। পরিবর্তে, রবার ব্যান্ড আংটি হিসাবে পরিয়ে দিয়েছিলেন।

বিয়ে
  • 5/7

তিনি হেসে বললেন, 'সেই মুহুর্তে আমি ওর জন্য কোনও আংটি কিনতে পারিনি কারণ পাওয়া যায়নি। তাই আমি তার আঙুলে একটি রবার ব্যান্ড পরিয়েছি।' সালোনি এ প্রসঙ্গে বলেন, 'আমি কিছুটা নার্ভাস। আগামীতে ভালোর আশা করছি। যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি স্মরণীয় ছিল দিনটা।'

বিয়ে
  • 6/7

বিয়েতে তাঁদের বন্ধু আরতি ও নিতিন মিরানি উপস্থিত ছিলেন। সম্প্রতি এই দুজন কোভিড মুক্ত হয়েছেন। এঁদের সঙ্গে এসেছিলেন সাকেত শেঠি। সাকেত দিন কতক আগে করোনা ভ্যাকসিন নিয়েছেন। তিনিই বিয়ের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন।

বিয়ে
  • 7/7

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

Advertisement