scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Rannaghar: ১৫ বছর পার সুদীপার 'রান্নাঘর'-র! খাওয়া-দাওয়ার সঙ্গে চলছে উদযাপন

Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 1/8

দেখতে দেখতে ১৫ বছর পার করলো জি বাংলার জনপ্রিয় রান্নার শো 'রান্নাঘর'। এক সপ্তাহ ব্যাপী চলছে তার উদযাপন। অনুষ্ঠানের মতো দর্শকদের খুব কাছের,শোয়ের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। 

Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 2/8

রকমারি সুস্বাদু রান্নার পাশাপাশি এই সপ্তাহে দর্শকদের উপরি পাওনা, শোয়ের বিশেষ অতিথিরা। থাকবেন সঙ্গীত ও অভিনয় জগতের অনেক প্রিয় মুখেরা।
 

Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 3/8

ঘরে বসেই এবার ঐতিহ্যশালী বিভিন্ন রান্নার রেসিপি শেখার সুযোগ পাবেন ভোজনপ্রিয়রা। সুদীপা চট্টোপাধ্যায়, চিরাচরিত সেই পদগুলিতে নতুন স্বাদ আনতে ছড়িয়ে দিচ্ছেন আধুনিক ট্যুইস্ট।
 

Advertisement
Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 4/8

গত ৫ মে বিশেষ অতিথি ছিলেন 'সারেগামাপা'-র সম্প্রতি হয়ে যাওয়া সিজনের বিজেতা অর্কদীপ মিশ্র এবং প্রতিযোগী সমদিপ্তা মুখোপাধ্যায়। তাঁরা রেঁধেছিলেন পাবদা মালাইকারি ও গন্ধরাজ সুগন্ধি পোলাও।
 

Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 5/8

এর পরের দিন অতিথি ছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় ও সম্প্রীতি পোদ্দার। এই অভিনেত্রীরা শোয়ে এসে রান্না করেছিলেন গোলাপখাস সন্দেশ ও পাকা পেঁপের পায়েস।

Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 6/8

শুক্রবারের বিশেষ অতিথি থাকবেন 'সারেগামাপা'-র নীহারিকা নাথ ও অনুষ্কা পাত্র। এই শিল্পীরা শরবতি মটন ও বাসমতির ফলাহার রাঁধবেন। 
 

Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 7/8

শবিবারের বিশেষ পর্বে অতিথি থাকবেন সঙ্গীত শিল্পী অনীক ধর। তিনি রান্না করবেন চিতল মুইঠ্যা বিরিয়ানি।

Advertisement
Rannaghar comples 15 years with sudipa chatterjee রান্নাঘর
  • 8/8

প্রসঙ্গত, এবার প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের পাশে দাঁড়ালেন সুদীপা চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন কয়েকজন শিল্পী। সুদীপা, শঙ্কর ঘোষালকে শ্যুটিং ফ্লোরে আনলেন ফের। শোনা যাচ্ছে আগামী ৩১ মে দেখা যাবে এই বিশেষ পর্ব। প্রবীণ অভিনেতার সঙ্গে সুদীপা রাঁধবেন জিভে জল আনা পদ। সির্কা মাছ ও ওলের কোফতা কারি- এই দুই  ঠাকুরবাড়ির হারিয়ে যাওয়া রান্না দর্শকদের সামনে তুলে ধরবেন তিনি।
 

Advertisement