গত বছরের শেষে আত্মীয়-পরিজনদের উপস্থিতিতেই ঘরোয়া অনুষ্ঠানে আইনী মতে বিয়ে করেছেন এই লাভ-বার্ডস।। বছরের প্রথম দিনই সকলের সঙ্গে শেয়ার করেছিলেন সেই খবর।
এবার সামাজিক বিয়ের পালা। বৈদিক মতেই বিয়ে হবে ওম-মিমির। তাঁর আগে রবিবার মিটেছে আশীর্বাদ পর্ব। সাদা পাজামা ও ছাই রঙা পঞ্জাবী পরেছিলেন ওম। অন্যদিকে মিমি হলুদ লাল পাড় শাড়ির সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন।
মঙ্গলবার থেকেই বাড়িতে সানাই বাজতে শুরু করেছে পাত্র-পাত্রীর। আয়োজন হয়েছিল তাঁদের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের।
বিশেষ থিমে সাজানো হয়েছিল ব্যাকড্রপ। রঙিন ছাতা,গাদা ফুলের মালায় যেন ছোঁয়া লেগেছিল প্রাক-বসন্তের।
উপস্থিত ছিলেন বহু টেলি তারকারা। সন্দীপ্তা সেন, সায়ন্তনী গুহঠাকুরতা, সানন্দা বসাক ছাড়াও রয়েছে আরও টেলি জগতের পরিচিত মুখ।
আইবুড়ো ভাতেও হাতে মাছ নিয়ে মজার পোজ দিতে বাদ যান নি অভিনেত্রী। লাল শাড়ি, সোনার গয়নায় সেজেছিলেন এদিন।
ভার্দে ভিস্তার ব্যাঙ্কোয়েট হলে বসবে তাঁদের বিয়ের আসর। সকালে সেখানেই আয়োজন করা হল তাঁদের গায়ে হলুদের।
হলুদ- লাল পাড় শাড়ি, সোলার মুকুট, আর্টিফিশিয়াল ফুলের গয়না পরেছেন কনে। রয়েছেন একবারে খোশ মেজাজে।