Advertisement
মনোরঞ্জন

PHOTOS: সাতপাকে বাঁধা পড়লেন ওম-মিমি, পৌরহিত্যে নন্দিনী! দেখুন সব ছবি

  • 1/6

অবশেষে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সাত-পাক ঘুরে বিয়ে সারলেন টেলি পাড়ার জনপ্রিয় জুটি ওম সাহানি এবং মিমি দত্ত। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে বিয়ে সম্পন্ন করলেন এই জুটি। সংস্কৃত মন্ত্রের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের সুরের ঝর্নায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওম-মিমি।

  • 2/6

দীর্ঘ সাড়ে ৩ বছরের প্রেম জীবন পরিণতি পেল আজ। এক মাস আগেই সইসাবুদে দাম্পত্য জীবন শুরু করেছিলেন এই যুগল। তবে এদিন সামাজিক ভাবে বিয়ের অনুষ্ঠান সারলেন টেলি পাড়ার চর্চিত জুটি। 
 

  • 3/6

আজতক বাংলাকে মিমি জানিয়েছিলেন, "আমার ইচ্ছে ছিল সাধারণভাবে প্রচলিত বিয়ে না করে একটু অন্যরকম কিছু করার। তারপরে যখন জানতে পারলাম ওঁর কথা, আমরা ঠিক করলাম বৈদিক মতেই বিয়ে করবো। এমনকি নন্দিনী ভৌমিকের সুবিধা মতো আমরা বিয়ের দিনও ঠিক করেছি।" কোভিড পরিস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিয়েটা করবেন কি না, তা নিয়ে ধন্দ্বে ছিলেন অভিনেতা-অভিনেত্রী

Advertisement
  • 4/6

বুধবার সন্ধ্যেয় ক্লাব ভার্দে ভিস্তায় ছিল টেলি পাড়ার নক্ষত্রের ভিড়। বাঙালি ও অবাঙালি ফিউশনে সেজে ছিলেন কনে মিমি। ঘিয়ে রঙের পাগড়ি পরে সাদা-লাল কুর্তায় সেজেছিলেন বর ওম। 
 

  • 5/6

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘এ লভিনু’-এর মতো গানের আবহেই একসূত্রে বাঁধা পড়েন দম্পতি। একে অপরের মাথায় সিঁদুর পরালেন বর-কনে দুজনেই।

  • 6/6

ঠিক যেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র গল্পের সেই বিবাহ দৃশ্য।  কন্যাদান ছাড়াই ওম-মিমির চার হাত এক করলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক।

Advertisement