Advertisement
মনোরঞ্জন

Promita chakraborty-Rudrajit Mukherjee: ভ্যালেন্টাইন্স ডে-এর আগেই প্রমিতা-রুদ্রজিতের প্রেমের রসায়ন উষ্ণতা ছড়াচ্ছে, দেখুন ছবি

  • 1/8

প্রেমের মরশুম শুরু হয়ে গিয়েছে। শীতের ঠাণ্ডা আবহেও শোনা যাচ্ছে কোয়েলের কুহু কুহু ডাক। ভ্যালেন্টাইন্স ডে আর মাত্র কিছুদিন পরই। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের রোম্যান্টিক ছবি দিয়ে নেট দুনিয়া সরগরম করলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ মুখোপাধ্যায়ও প্রমিতা চক্রবর্তী। 
 

  • 2/8

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনই আবার প্রমিতা-রুদ্রজিতের বিবাহবার্ষিকীও। এইদিনই একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। আর তার আগেই বিশেষ এই ফটোশ্যুট।

  • 3/8

এদিন প্রমিতা পরেছিলেন নীল রঙের টিউব টপ ও ডেনিম এবং অন্যদিকে রুদ্রজিৎ-এর পরনে ছিল সাদা রঙের প্রিন্টেড শার্ট ও জিন্স। 
 

Advertisement
  • 4/8

তবে এই ছবিতে নজর কেড়েছে তাঁদের রসায়ন। যেখান থেকে চোখ ফেরানো রীতিমতো দায় হয়ে গিয়েছে। 
 

  • 5/8

টলিউড তথা টেলিভিগন ইন্ডাস্ট্রিতে প্রমিতা-রুদ্রজিতের প্রেম বেশ জনপ্রিয়। 
 

  • 6/8

ধারাবাহিকের কাজ করতে গিয়েই প্রেম। রুদ্রজিতের কোন ব্যবহার আকৃষ্ট করেছিল প্রমিতাকে? অভিনেত্রী বলছেন, 'আমার খুব ভালো লাগত বাকি সবার সঙ্গে রুদ্রর ব্যবহার। আর কাজের প্রতি কোনও বিরক্তি নেই ওর। সকাল হোক বা রাত, ও মন দিয়ে কাজ করত। তারপরেই আস্তে আস্তে প্রেম। তারপর বিয়ে।'
 

  • 7/8

প্রমিতা ও রুদ্রজিতের মধ্যে বোঝাপড়া খুব সুন্দর। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এই জুটি নিজেদের ছবি শেয়ার করে থাকেন। 
 

Advertisement
  • 8/8

বেশ কয়েক বছর ধরে টানা সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন প্রমিতা, রুদ্রজিৎ। সেই সম্পর্ককেই আইনি স্বীকৃতি দিয়ে ফেলেন এই জুটি।  

Advertisement