Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan: ঠিক যেন রানী, নুসরতের এই ছবি দেখে চোখ ফেরাতে পারবেন না আপনিও

  • 1/8

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরত জাহান। ব্যক্তিগত জীবন থেকে তাঁর সোশ্যাল লাইফ সবটাই চর্চার কেন্দ্রে থাকে সবসময়। তবে এবার নুসরতকে দেখা গেল একেবারে অন্য অবতারে। তাঁর রূপের জৌলুসে চোখ পুড়ে যাওয়ার জোগাড়। 

  • 2/8

টলিউডে ডাকসাঁইটে সুন্দরী বলেই পরিচিত নুসরত জাহান। সম্প্রতি তিনি সোশ্যালে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে তাঁকে রানীর মতো লাগছে। অভিনেত্রীর থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছে। 
 

  • 3/8

নুসরত পরেছেন কালো রঙের অফ শোল্ডার ভেলভেটের একটি পোশাক। পোশাকের সঙ্গে মানিয়েই চুল বেঁধেছেন তিনি, মাথায় রত্ন খচিত মুকুট। হাতে কালো রঙের গ্লাভস তাঁর লুকসকে আরও সুন্দর করে তুলেছে। 
 

Advertisement
  • 4/8

মানানসই মেকআপ,গলায় মুক্তো ও লাল রঙের পাথর বসানো হার ও দুল, তাঁকে কোনও সাম্রাজ্যের রানীর চেয়ে কম কিছু লাগছে না। 
 

  • 5/8

নুসরতের এই ছবি নেট দুনিয়ায় দারুণভাবে পছন্দ করছেন ভক্তরা। লাইক, প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন। 
 

  • 6/8

নুসরত শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি বসিরহাটের সাংসদও। 
 

  • 7/8

যশ দাশগুপ্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন নুসরত। বিভিন্ন ইভেন্টে যশ-নুসরতকে একসঙ্গে দেখা যায়। 
 

Advertisement
  • 8/8

তবে নুসরতের ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিয়ে থেকে শুরু করে তাঁর মা হওয়া সবটাই বিতর্কে ভরা। 
 

Advertisement