scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Shikha Singh: কেন টপলেস হলেন, জবাব দিলেন শিখা

শিখা
  • 1/9

ট্রোল করা এখন খুবই সাধাধণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ অপেক্ষা করে থাকেন, সোশাল মিডিয়ায় কটূক্তি করার জন্য। সম্প্রতি অভিনেতরী শিখা সিংয়ের টপলেস ছবিতেও প্রচুর কুমন্তব্য ধেয়ে এসেছে। কেন হয়েছিলেন টপলেস, জানালেন শিখা।

শিখা
  • 2/9

সংবাদমাধ্যমকে শিখা জানিয়েছেন, কিছু দিন আগে স্তন্যপান করানো ছবি পোস্ট করে ট্রোল হয়েছিলেন। যদিও তিনি ভাবেননি এর জন্য তাঁকে ট্রোল হতে হবে।

শিখা
  • 3/9

শিখা বলেন, 'প্রথম কে কী বলল তাতে কিছু যায় আসে না। দ্বিতীয় স্তন্যপান সমাজে অন্য আর পাঁচটি বিষয়ের মতো সাধারণ বিষয় হিসাবেই প্রতিষ্ঠা করতে চাই।'

Advertisement
শিখা
  • 4/9

যে ছবি আমি আলোড করেছি তাতে এমন অ্যাঙ্গেলে ছবি তোলা হয়েছে যাতে আমার মেয়ের মুখ দেখা না যায়।

শিখা
  • 5/9

বিকিনি পরা ছবিতে মানুষের আপত্তি নেই। তবে আমি এ ধরনের ছবি আপলোড করলে এত নাটক! অনেকে একে ন্যুড ছবি বলছেন, যা এটা একেবারেই নয়।

শিখা
  • 6/9

কী ভাবে ট্রোলিংয়ের মোকাবিলা করেন? জবাবে শিখা জানান, প্রথমে একটু অস্বস্তি হত। কারণ মানুষ বড় অদ্ভূত আচরণ করতেন। পরে একটা কমেন্ট দেখতে পাই, আমার স্বামী এ ধরনের ছবি কী ভাবে পোস্ট করতে দেন। ওই ছবিটা আমার স্বামীই তুলেছেন।

শিখা
  • 7/9

পরে এ ধরনের আরও কিছু কমেন্ট দেখতে পাই। সে সময় ভেবেছি, মানুষ সব সময় কিছু না কিছু বলবেন। একজন অভিনেত্রী হিসাবে এ ধরনের জিনিসের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। মেয়েকে আমি এমন জায়গায় বড় করে তুলতে চাই যেখানে কোনও ধরনের মানসিক বাধার সম্মুখীন না হয়।

Advertisement
শিখা
  • 8/9

কয়েক জন বলছেন, এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের মা বুকের দুধ খাইয়েই তো বড় করেছেন, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। এতে এ ধরনের কমেন্ট করা এবং অপমানিত হওয়ার কোনও কারণ নেই।

শিখা
  • 9/9

ছবি সৌজন্য শিখা সিংয়ের অফিশিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেল

Advertisement