গত ২৬ জুলাই থেকে স্টার জলসায় শুরু হয়েছে ভক্তিমূলক ধারাবাহিক 'শ্রীকৃষ্ণভক্ত মীরা' (ShreeKrishna Bhakto Meera)। রাত ৯ টায় সম্প্রচারিত হয় এই মেগা। প্রাইম টাইমে স্লট, তাই আশা করা হয়েছিল, দর্শকদের মন ছুঁতে পারবেন মীরাবাঈ।
কিন্তু না, হল ঠিক উল্টোটাই। টিআরপি লিস্টে একেবারে তলানিতে থাকে এই মেগা। এমনকী কখনও পেরোয়নি ৪-র গণ্ডিও। শেষ টিআরপি লিস্ট অনুসারে 'শ্রীকৃষ্ণভক্ত মীরা' পেয়েছে ৩.৪।
এর জেরেই এবার পাল্টাচ্ছে 'শ্রীকৃষ্ণভক্ত মীরা' সম্প্রচারের সময়। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে রাত ৯ টায় দেখা যাবে না এই ধারাবাহিক। ইতিমধ্যে সামনে এসেছে তার প্রোমো।
অন্যদিকে একই সময় জি বাংলায় সম্প্রচারিত হয় 'সর্বজয়া'। নতুন এই ধারাবাহিক শুরুর পর থেকেই খুব ভাল স্কোর করছে। গত দু' সপ্তাহ ধরে রেটিং চার্টে তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া- দেবশ্রী রায়। শেষ টিআরপি লিস্ট অনুসারে এই মেগার প্রাপ্তি ৮.৭ নম্বর।
আর সেই টক্কর আরও জোড়দার করতেই স্ট্র্যাটেজি বদল করছে স্টার জলসা। এখনও রাত ৯ টার স্লটে কোন ধারাবাহিক সম্প্রচারিত হবে তা চ্যানেলের তরফে না জানালেও, শোনা যাচ্ছে সেখানেই শুরু হবে নতুন মেগা 'আয় তবে সহচরী'। এই মেগাতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অরুণিমা হালদার।
'শ্রীকৃষ্ণভক্ত মীরা'-তে মীরাবাঈয়ের ছোটবেলার চরিত্রে দেখা গেছে শিশু শিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়কে। এর আগে 'ভুতু' ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছিল আর্শিয়া।
অন্যদিকে মীরাবাঈয়ের বড় হওয়ার পরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। এর আগে 'জয়ী' ও 'আলো ছায়া' ধারাবাহিকের জন্য দেবাদৃতা অত্যন্ত জনপ্রিয় মুখ।
এছাড়াও শ্রীকৃষ্ণের ভূমিকায় থাকছেন প্রারব্ধি সিংহ। তিনি এর আগে অভিনয় করেছিলেন 'ভাগ্যলক্ষ্মী' মেগা সিরিয়ালে।
রাজা ভোজরাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জয়ী দেবরায়। এর আগে 'হৃদয়হরণ বিএ পাস' সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
শ্রীকৃষ্ণ ভক্ত মীরার জীবন কেটেছে, কৃষ্ণনাম জপ করেই। ২০ বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে সে নিজেকে নিয়জিত করে শ্রীকৃষ্ণের প্রেমে, যা ইতিহাসে রচিত আছে। তবুও এই ধারাবাহিকের ক্ষেত্রে পছন্দ হল না তা দর্শকদের।