Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan: বাড়িতে হ্যাপি মাম্মির ফোটোশ্যুট! অথচ আদালতের শুনানিতে গরহাজির নিখিল -নুসরত

  • 1/12

সদ্য মা হয়েছেন  অভিনেত্রী - সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন জন্মাষ্টমীর দিন । 

  • 2/12

নুসরতের প্রেমিক - অভিনেতা  যশ দাশগুপ্ত (Yash Dasgupta) নিজে গাড়ি চালিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা- যাওয়া করেছেন। সন্তান জন্ম দেওয়ার সময়, শর্ত অনুযায়ী, যশ ছিলেন নুসরতের ছায়াসঙ্গী হয়ে। 

  • 3/12

এদিকে এখনও পর্যন্ত নিজের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে সরাসরি মুখ খোলেননি নুসরত। নেটিজেনরাও একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দিচ্ছেন সদ্য মা হওয়া নায়িকার দিকে। বারবার প্রশ্ন উঠছে নুসরতের সন্তানের বাবা কে?

Advertisement
  • 4/12

নায়িকার প্রেগন্যান্সির খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে নানা কটাক্ষ। এখনও পর্যন্ত নেটমাধ্যম জুড়ে রয়েছে সমালোচনা, ট্রোলিং, মিম। তিনি যে কোনও ছবি, ভিডিয়ো পোস্ট করা মাত্রই সেখানে শুরু হয় আলোচনা। 

  • 5/12

যদিও এইসবে পাত্তা না দিয়ে 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখেছেন সাংসদ -নায়িকা। তাড়িয়ে উপভোগ করছেন মাতৃত্ব। দিব্যি নতুন কিংবা পুরনো ছবি তুলে ধরছেন নেটাগরিকদের সামনে। 

  • 6/12

ইন্সটা পেজে আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। ক্যাপশনে বোঝা যাচ্ছে 'নিজেকে' উদযাপন করছেন তিনি। যদিও ছবিগুলি তাঁর প্রেগন্যান্সির সময়কালীন বলেই মনে হচ্ছে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 7/12

এদিকে স্বামী নিখিল জৈনের সঙ্গে মামলার এখনও কোনও শুনানি হয়নি। ১৮ অগাস্ট মামলার শুনানি ছিল। কিন্তু শেষ মুহূর্তে আইনজীবী পরিবর্তন করেন নায়িকা। যার জেরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল ৩ সেপ্টেম্বর। কিন্তু এদিও আদালতে হাজির হননি নিখিল -নুসরত কেউই। 

Advertisement
  • 8/12

নুসরতের মামলা আগে লড়ছিলেন সৌমেন রায়চৌধুরী। এখন বিষয়টি দেখছেন চিন্ময় গুহঠাকুরতা। শুক্রবার দু'পক্ষের আইনজীবী তাঁদের বক্তব্য পেশ করেন বিচারকের কাছে। শোনা যাচ্ছে, নুসরত লিখিত ভাবে তাঁর বয়ান জানিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি অক্টোবরের প্রথম সপ্তাহে। 
 

  • 9/12

মা হওয়ার এক সপ্তাহ পর নিজের ইন্সটা পেজে সন্তানের 'ড্যাডি'-র উল্লেখ করেন নুসরত। একটি ছবির শেয়ার করেন, যেটিতে তাঁকে লেন্সবন্দী করেছেন, সম্ভবত তাঁর সন্তানের বাবা। কারণ তিনি লিখেছন, 'ছবি সৌজন্য ড্যাডি'।" নেটিজেনরা ধরেই নিয়েছেন এটা নুসরত নিজের নয়, তাঁর সন্তানের বাবার উল্লেখ করেছেন বলে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 10/12

'যশরত' -র সম্পর্কের খবর চাউর হওয়ার পর থেকে দুজনের কেউই একসঙ্গে ছবি শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়। তবে শুক্রবার নুসরতের একটি ফ্যানপেজ থেকে শেয়ার করা ভিডিয়ো ইন্সটা স্টোরিতে রি-শেয়ার করেন নায়িকা। সেই ছবিতে যশ ও নুসরতকে সন্তানের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে।    
 

  • 11/12

নুসরত তাঁর ছেলের নাম রেখেছেন 'ঈশান'। বাংলায় 'ঈ' নিয়ে শুরু হলেও ইংরাজী নামের বানান কিন্তু শুরু হবে, 'Y'দিয়ে। নামের বানানটি ইংরাজীতে হবে 'Yishaan'। সন্তানের বাবার নাম সরাসরি না বললেও, ঘুরিয়ে কি এইভাবেই সকলের প্রশ্নের উত্তর দিতে চাইছেন তারকা -সাংসদ? এই প্রশ্ন তুলছেন অনেকেই। 
 

Advertisement
  • 12/12

তবে 'নিউ মম্মি'কে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বহু নেটিজেন। এমনকী ঈশানকে দেখার আবদার করেছেন অনেকেই। বলাই বাহুল্য সকলে এখন অপেক্ষা করছেন ছোট্ট অতিথির এক ঝলকের। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement