scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Srijla Guha: সিরিয়ালে ফিরছেন 'পিহু', এবার কোন চরিত্রে দেখা যাবে সৃজলাকে?

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 1/9

 বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ সৃজলা গুহ। 'মন ফাগুন'ধারাবাহিকে পিহু চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। 

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 2/9

ধারাবাহিক শেষ হওয়ার পর, মন খারাপ অনুরাগীদের। যদিও ছোট পর্দায় নিয়মিত দেখা না গেলেও, অন্যান্য মাধ্যমে প্রায়ই ধরা দিচ্ছেন তিনি। এবার ফের ছোট পর্দায় দেখা যাবে টেলি নায়িকাকে। 

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 3/9

'হরগৌরি পাইস হোটেল' ধারাবাহিকে এবার দেখা যাবে সৃজলাকে। তবে শুধুমাত্র কিছু পর্বের জন্যেই দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে দোল উৎসবের বিশেষ এপিসোডে থাকছেন সৃজলা। 

Advertisement
Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 4/9

পুজোর আগে, জন ভট্টাচার্যর সঙ্গে মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। 'এলো রে পুজো এলো' গানের তালে জন- সৃজলার জমজমাট নাচের সাক্ষী থেকেছেন সকলে। 
 

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 5/9

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় তিনি। জীবনের নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, প্রায়শই তিন শেয়ার করেন ফটোশ্যুটের নানা ঝলক।

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 6/9

টেলি অভিনেতা রোহন ভট্টাচার্যর সঙ্গে সম্পর্কে ছিলেন সৃজলা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত জুটির নানা আদরমাখা মুহূর্ত।

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 7/9

যদিও 'মন ফাগুন' ধারাবাহিক চলার সময় তাঁদের সম্পর্ক ভেঙে যায়। টেলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, সহ-অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি রোহনের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। 

Advertisement
Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 8/9

যদিও এবিষয়টি এখনও পর্যন্ত তিনজনের কেউই নিশ্চিত করেননি। বর্তমানে সৃজলা 'সিঙ্গেল' নাকি ডেট করছেন কারও সঙ্গে, তা নিয়ে নানা জল্পনা রয়েছে স্টুডিওপাড়ায়। তবে প্রিয় 'পিহু'-কে ফের দেখতে পাবেন, তাই দারুণ খুশী ফ্যানেরা।  

Srijla Guha in horogouri pice hotel bangla serial সৃজলা গুহ
 • 9/9

(সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement