scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Television Stars Celebrated Dol Festival: টলিউডের টেলি তারকারা কেমন খেললেন দোল, রইল সব PHOTOS

দেবলীনাকে রঙ মাখাচ্ছেন গৌরব
  • 1/9

রঙের উৎসব দোল। আর এই উৎসবে সামিল হতে চান সকলেই। আট থেকে আশি সবাই দোলের রঙে নিজেদের রাঙিয়ে নিতে প্রস্তুত। এই উৎসব থেকে বাদ ছিলেন না বাংলা টেলিভিশনের তারকারাও। ত্বকের যত্ন ভুলে চুটিয়ে দোল উৎসবে সামিল হলেন তাঁরা। এমনিতে দোল ও হোলি উৎসবের কারণে দুদিনই সিরিয়ালের শ্যুটিংয়ের কাজ বন্ধ রাখা হয়। ব্যাস, এই সুযোগে তাঁরা রঙের উৎসবে মেতে ওঠেন। আসুন দেখে নিই কোন কোন তারকা বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে নিলেন।

রঙীন হলেন ঊষসী
  • 2/9

টেলি অভিনেত্রী ঊষসী রায় বসন্তের রঙে নিজেকে একেবারে রাঙিয়ে নেন। সাদা রঙের স্লিভলেস গাউন, গালে আবির মেখে তিনি রঙের উৎসবে মেতে ওঠেন। তাঁর হাতে ধরা আবিরের থালা থেকে আবির নিয়ে হাওয়ায় ওড়ানো ভক্তদের মনে আলোড়ন ফেলেছে। বসন্তের রঙে সেজে সুন্দর লাগছিল ঊষসীকে। 


 

দিদি চিত্রাঙ্গদার সঙ্গে দোল খেললেন ঋতাভরী
  • 3/9

বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী এবারে দোল উৎসব পালন করলেন মুম্বইতে তাঁর দিদি চিত্রাঙ্গদার সঙ্গে। সদ্য বিয়ে হয়েছে চিত্রাঙ্গদার। মুম্বইতে দিদি চিত্রাঙ্গদা ও তাঁর স্বামীর সঙ্গে চুটিয়ে রঙ খেলেছেন ঋতাভরী। তার ছবিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। 
 

Advertisement
প্রেমিকের সঙ্গে চুটিয়ে রঙ খেললেন সুস্মিতাও
  • 4/9

টেলি অভিনেত্রী সুস্মিতার জীবনে এখন শুধুই বসন্ত। প্রেমিক অনির্বাণকে সঙ্গে নিয়ে দোল খেললেন অভিনেত্রী। এদিন সুস্মিতা পরেছিলেন সাদা রঙের কাঁথাস্টিচের কাজ করা শাড়ি আর তার সঙ্গে কনট্রাস্ট লাল রঙের স্লিভলেস ব্লাউজ। খুবই সুন্দর লাগছিল অভিনেত্রীকে। এরপর যখন গালে আবিরের ছোঁয়া লাগে সুস্মিতার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়।  

 


 

তৃণাকে রঙ মাখাচ্ছেন নীল
  • 5/9

বিচ্ছেদের গুজব উড়িয়ে দোলের উৎসবে সামিল হলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। স্ত্রী তৃণাকে রাঙিয়ে দিলেন নীল। ছবি পোস্ট হতেই ভক্তদের শুভকামনা ও উচ্ছাস ছিল দেখার মতো। 
 

দোলের দিন এভাবেই একে-অপরকে আদরে ভরালেন
  • 6/9

টেলি অভিনেত্রী সোহিনী দোলের দিন স্বামী মৈনাকের ঠোঁটে আদুরে চুম্বন দিয়ে দোল উৎসব পালন করলেন। সোহিনী ও মৈনাক দুজনেই দোলের রঙে রঙীন হওয়ার পর উষ্ণ চুম্বনের মাধ্যমে আরও কাছাকাছি আসেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন সোহিনী। 
 

রঙ খেলায় মেতেছেন দিতিপ্রিয়াও
  • 7/9

রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়াকেও। সাদা চুড়িদার ও গোলাপি রঙের ওড়নায় সেজেছিলেন দিতিপ্রিয়া। তাঁর সামনে রাখা হরেক রঙের আবীর। তাঁর গালেও ছোঁয়া লেগেছে রঙের। 
 

Advertisement
পরিবারের সঙ্গে দেবলীনা ও গৌরব
  • 8/9

এবারের দোল উৎসব গৌরব চট্টোপাধ্যায় পালন করলেন স্ত্রী দেবলীনার পরিবারের সেই সঙ্গে। বিধায়ক দেবাশিষ কুমার ও তাঁর স্ত্রী মেয়ে-জামাইকে নিয়ে দারুণ সুন্দর দিন কাটিয়েছেন। দেবলীনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবিও দিয়েছেন। 
 

চুটিয়ে রঙ খেলেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
  • 9/9

জমিয়ে দোলে রঙ খেললেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলে তিনি চুটিয়ে দোল উৎসব উপভোগ করেছেন। সেই ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। 
 

 

Advertisement