scorecardresearch
 
টলিউড

Swastika Mukherjee: কপালে তিলক, গলায় তুলসীর মালায় স্বস্তিকা! বৃন্দাবনে রং খেললেন ৯ বছর পর

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 1/9

দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি ইত্যাদি ভিন্ন নাম ও পালনের রীতি থাকলেও উৎসবের আমেজ কিন্তু প্রায় একই রকম। রঙের উৎসবে কম বেশি সামিল হোন সকলেই। দোলযাত্রায় মেতে উঠেছিলেন টলিপাড়ার তারকারা। বাদ গেলেন না স্বস্তিকা মুখোপাধ্যায়ও। 
 

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 2/9

তবে স্বস্তিকার এবছরের দোল উৎসব একটি বাড়তি স্পেশাল। কারণ ৯ বছর পর রঙের উৎসবে মাতলেন তিনি। টলিউড অভিনেত্রী দোলযাত্রা কাটিয়েছেন বৃন্দাবনে। রাধা- কৃষ্ণের লীলাভূমি থেকে উৎসব উদযাপনের নানা মুহূর্ত ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। 
 

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 3/9

ছবির ক্যাপশনে লিখেছেন, "৯ বছর পর হোলি খেললাম। ২০১৪ সালের পরে দোলে, বাড়ি থেকে বের হইনি বা রং স্পর্শ করিনি। এই বছর অতীতের সব ঋণ পরিশোধ কর ভবিষ্যতের জন্য পুণ্য অর্জন করেছি। বৃন্দাবনে ছিলাম। রাধে রাধে...।" 
 

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 4/9

ব্রজভূমি থেকে আবিরমাখা ছবি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর কপালে তিলক, গলায় তুলসীর মালা। নায়িকার চোখ -মুখ দেখে বোঝা যাচ্ছে সময়টা দারুণ উপভোগ করেছেন তিনি। কোনও ছবিতে আবার ফ্রেমবন্দী হয়েছেন এই সফরের গ্যাংয়ের সঙ্গে।  

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 5/9

টলিউড ইন্ডাস্ট্রিতে 'ঠোঁটকাটা' বলে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। সোজাসাপ্টা কথা থেকে স্টাইল স্টেটমেন্ট, বিভিন্ন সময় ট্রোলড হোন অভিনেত্রী। 

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 6/9

নিন্দুকরা শত কটূকথা বললেও, 'কেয়ার নট অ্যাটিটিউটই' রাখতে পছন্দ করেন তিনি। এই আচরণের জন্যেই তিনি বহু মানুষের মনের খুব কাছের। 
 

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 7/9

কিছুদিন আগেই স্বস্তিকা মুখোপাধ্যায় সকলের মন জয় করেছেন, 'কলা' ছবির মাধ্যমে। দর্শকের মুখে মুখে ফিরছে তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছবির গান। 

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 8/9

এখন কিছুটা বেছেই কাজ করেন নায়িকা। টলিউডের পাশাপাশি জমিয়ে কাজ করছেন বি- টাউনেও। মায়ানগরীতেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। 

সমস্ত ছবি সৌজন্য: ট্যুইটার ও ফেসবুক   

Swastika Mukherjee celebrates holi dolyatra স্বস্তিকা
  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ট্যুইটার ও ফেসবুক